নয়াদিল্লি: ভারতের বাইকের বাজারে অত্যন্ত অনপ্রিয় একটি ব্র্যান্ড কে টি এম। ইতিমধ্যে তারা নিয়ে এসেছে একের পর এক মডেলের বাইক।
এবার ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে ktm 250 adventure। এই বাইকের দাম রাখা হয়েছে ২৪৮২৫৬ টাকা। ইতিমধ্যে বাইকটি নিয়ে গ্রাহকেরা যথেষ্ট উৎসাহিত।
জানানো হয়েছে আগে লঞ্চ হওয়া ktm 390 adventure এর থেকে অনেকটা কম দামে পাওয়া যাবে এই বাইক। ইতিমধ্যে এই বাইকের বুকিং শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। এও জানা গিয়েছে বাইকটি বেশ কয়েকটি আলাদা রঙে আনা হয়েছে। ফলে গ্রাহকেরা নিজেদের ইচ্ছেমত রঙেই মডেল কিনতে পারবেন। পাশপাশি রয়েছে এতে উন্নত গ্রাফিক্সের সুবিধা। এর আগেও ভারতের বাজারে তারা নিয়ে এসেছিল বাইক। যা যথেষ্ট সুবিধা দিয়েছিল। এবারে এই বাইক মনে করা হচ্ছে সুবিধা দেবে সাধারণকে।
এতে রয়েছে সিঙ্গেল হেড ল্যাম্প। এছাড়া এতে রয়েছে ২৪৮ সিসি সিঙ্গেল সিলিন্ডারের সুবিধা। এই ইঞ্জিন ৯০০০ আরপিএমে সব থেকে বেশি ৩০ বি এইচ পি পাওয়ার এবং ৭৫০০ আরপিএমে ২৪ এন এম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এছাড়া এতে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্সের সুবিধা।
এছাড়া এতে রয়েছে উন্নত সুবিধা। রয়েছে ডিস্ক ব্রেকের সুবিধা। এছাড়া রয়েছে উন্নত এবং সুবিধাদায়ক সিটের সুবিধা। পাশপাশি যারা অল্প দামের মধ্যে বাইক খুঁজছেন তাদের কাছে এটি একটি বিকল্প হতে পারে বলে মনে করা হচ্ছে।