মোদীর হাতে শুরু হয়েছিল সংস্কার, বাহরিনের সেই ২০০ বছর পুরনো কৃষ্ণ মন্দিরে এস জয়শঙ্কর
বাহারিনের দুশো বছরের পুরনো শ্রীনাথজি মন্দিরের দর্শন করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ বুধবার টুইট করে এই কথা জানান বিদেশমন্ত্রী৷ এই মুহূর্তে দুই দিনের বিদেশ সফরে বাহারিনে গিয়েছেন তিনি৷ ২৪ ও ২৫ নভেম্বরের এই সফরের দ্বিতীয় দিনে বাহারিনের মানামায় বহু প্রাচীন এই মন্দিরের দর্শন করেন এস জয়শঙ্কর৷

২০০ বছর পুরোনো মন্দিরে জয়শঙ্কর
নিজের টুইটার হ্য়ান্ডেলে মন্দির দর্শনের কথা জানিয়ে বিদেশমন্ত্রী দুটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে একটি ছোটো বার্তায় তিনি লেখেন, 'মানামায় ২০০ বছরের পুরনো শ্রীনাথজির মন্দিরের দর্শন করে দিনের সূচনা করলাম ৷ এটা বাহারিনের সঙ্গে আমাদের সময়-পরীক্ষিত এবং ঘনিষ্ঠ বন্ধনের প্রমাণ।' উল্লেখ্য ২০১৯ সালের অগাস্টে বাহরিন সফরে গিয়ে ২০০ বছরের পুরনো কৃষ্ণ মন্দিরের পুনর্নিমাণের প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।

দুই দিনের বাহরিন সফর
দুই দিনের সফরে মঙ্গলবার বাহরিনে গিয়ে পৌঁছান এস জয়শঙ্কর। মঙ্গলবারই সেদেশের বিদেশ মন্ত্রী আবদুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সমস্য়া নিয়ে আলোচনা করেন জয়শঙ্কর৷ সেই বৈঠক নিয়েও মঙ্গলবার একটি টুইট করেছিলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷

জয়শঙ্করের টুইট
টুইট বার্তায় এস জয়শঙ্কর জানিয়েছিলেন, 'আব্দুল্লাতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে এক উষ্ণ আলাপচারিতার মধ্য়ে দিয়ে বাহারিনের সফরের সূচনা হল৷ বাহারিনের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচআরএইচ প্রিন্স খালিফা বিন সালমান আল খালিফার মৃত্য়ুতে তাঁকে সমবেদনা জানিয়েছি৷'

ঐতিহাসিক চুক্তি
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর টুইটে এও জানান, তাঁদের বৈঠকে দুই দেশের মধ্য়ে হওয়া ঐতিহাসিক চুক্তি এবং বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্য়ে বোঝাপড়া নিয়ে আলোচনা হয়েছে৷ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়েও দুই তরফে মত বিনিময় হয়েছে৷ পাশাপাশি কোরোনার সময়ে বাহারিনে বসবাসকারী ভারতীয়দের বিশেষ যত্ন নেওয়ার জন্য়, সেদেশের সরকারকে ধন্য়বাদ জানান তিনি৷
বাংলার আগেই 'অনুপ্রবেশকারী' ইস্যুতে শান বিজেপির! একুশের অনুশীলনে গেরুয়া শিবির