ভারত বনাম অস্ট্রেলিয়া: ডনের দেশে দুই ওডিআই সিরিজে সর্বাধিক রান হাঁকানো ক্রিকেটারদের তালিকা
দরজায় কড়া নাড়ছে ভারতের অস্ট্রেলিয়া সফর। ২৭ নভেম্বর সিডনিতে প্রথম ওডিআই ম্যাচ দিয়ে অজিভূমে বিরাটদের সফর শুরু। এই ম্যাচ দিয়েই করোনা পরবর্তী সময় বাইশ গজে মাঠে নামতে চলেছে মেন ইন ব্লু। একনজরে অজিভূমে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে শেষ দুই দ্বিপাক্ষিক সিরিজে সেরা রান সংগ্রাহক কারা,দেখে নেওয়া যাক।

রোহিত শর্মা
চোট ধোঁয়াশায় এবছর অজি সফরে সীমিত ওভারের সিরিজে নেই রোহিত শর্মা। আইপিএলের মাঝে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। চোট সারিয়ে আইপিএলে ফিরে মুম্বইকে চ্যাম্পিয়ন করলেও পুরোপুরি ফিট না হওয়ার কারণে তাঁকে অজি সফরের সীমিত ওভারে নির্বাচকরা বাইরে রাখার সাহস দেখিয়েছেন। ২০১৬ ও ২০১৯, অজিভূমে শেষ দুই ওডিআই দ্বিপাক্ষিক সিরিজ ধরলে ৮ ম্যাচ খেলে হিটম্যান সর্বাধিক ৬২৬ রান হাঁকিয়েছেন (৩টি সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরি রয়েছে)

বিরাট কোহলি
অস্ট্রেলিয়ার মাটিতে শেষ দুই ওডিআই সিরিজে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান বিরাট কোহলির। বিরাট ৮ ম্যাচে ৫৩৪ রান হাঁকিয়েছেন। যার মধ্যে ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি রয়েছে।

শন মার্স
অস্ট্রেলিয়ান বাঁ-হাতি ব্যাটসম্যান শন মার্স ৬ ম্যাচ খেলে ৩৬৪ রান হাঁকিয়েছেন। তাঁর ঝুলিতে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে।

শিখর ধাওয়ান
ইতিমধ্য়ে ১৯৯২ বিশ্বকাপে ব্যবহৃত রেট্রো জার্সি গায়ে চাপিয়ে বাড়তি মোটিভেশন নিয়ে মাঠে নামতে মুখিয়ে বলে শিখর ধাওয়ান জানিয়ে রেখেছেন। শেষ দুই সফর মিলিয়ে অজিভূমে ৮টি ওডিআই ম্যাচ খেলে ধাওয়ানের সংগ্রহ ৩৪২ রান। একটি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ধাওয়ান।

স্টিভ স্মিথ
এই তালিকায় পাঁচে স্টিভ স্মিথ। ২০১৬ সালে ৫ ম্যাচ খেলে স্মিথ ৩১৫ রান হাঁকিয়েছেন। একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি রয়েছে। এবছর অজিরা সিরিজে তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে। বল বিকৃতির কারণে নির্বাসিত থাকায় ২০১৯ সালে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেললে পারেননি স্মিথ।
আইএসএলের ডার্বি যুদ্ধের উত্তাপ গায়ে মেখে বড় ঘোষণা এসসি ইস্টবেঙ্গলের