নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভুত সাংসদ সংস্কৃতে শপথ নিয়ে নজির গড়লেন
ভারতীয় বংশোদ্ভুত ডাঃ গৌরব শর্মা নিউজিল্যান্ডের সংসদে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন, বুধবার তিনি সংস্কৃতে শপথ নিয়ে ইতিহাস গড়লেন। এর পাশাপাশি ভারতের মান বাড়িয়ে দিলেন প্রবাসে।

৩৩ বছরের গৌরব শর্মা হিমাচল প্রদেশের হামিরপুর জেলার বাসিন্দা। তিনি পশ্চিম হ্যামিলটন থেকে লেবার পার্টির প্রার্থী হিসাবে এই নির্বাচনে জয় লাভ করেন। নিউজিল্যান্ডের হাই কমিশনার মুক্তেশ পরেদেশি টুইট করে বলেন, 'নিউজিলান্ড সংসদের সবচেয়ে কনিষ্ঠ সাংসদ হিসাবে সদ্য নির্বাচিত সাংসদ ডাঃ গৌরব শর্মা বুধবার শপথ নেন, প্রথমে তিনি নিউজিল্যান্ডের ভাষা মারোইতে এবং এরপর ভারতের ঐতিহ্যময় ভাষা সংস্কৃতে শপথ গ্রহণ করেন। এর মাধ্যমে তিনি দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান।’ হিন্দিতে শপথ না নিয়ে কেন তিই সংস্কৃতকে বেছে নিলেন, এ প্রসঙ্গে গৌরব বলেন, 'খুব সত্যি কথা বলতে আমি এ বিষয়ে ভেবেছিলাম, কিন্তু এরপর প্রশ্ন উঠবে কেন পাহাড়ি (আমার প্রথম ভাষা) বা পাঞ্জাবিতে শপথ নিলাম না। সকলকে খুশি করা খুব কঠিন। সংস্কৃত হল এমন একটি ভাষা, যা ভারতের সব ভাষাকে শ্রদ্ধা করে।’
পেশায় চিকিৎসক গৌরব শর্মা পশ্চিম হ্যামিলটন থেকে সাংসদ হিসাবে জয় লাভ করেন। তিনি লেবার পার্টির হয়ে প্রার্থী হন এবং নষাশনাল পার্টির প্রার্থী টিম ম্যাকিন্ডোকে ৪,৩৮৬ ভোটে পরাজয় করেন। ২০১৭ সালে তিনি নির্বাচনে লড়েছিলেন। ১৯৯৬ সালে নিউজিল্যান্ডে আসেন গৌরব। তিনি জানান যে তঁর বাবার প্রায় ছ’বছর চাকরি ছিল না এবং পরিবারকে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। গৌরব জানান, সামাজিক কাজ করার উদ্দেশ্যেই তিনি রাজনীতিতে এসেছেন।
এবার ডোপিং ইস্যুতে বোমা ফাটালেন ঠোঁটকাটা আখতার, ঠিক কী বললেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস