দেশের ২ সেরা উইকেটরক্ষকের নাম বললেন বিসিসিআই সভাপতি সৌরভ
ঋদ্ধিমান সাহা এবং ঋষভ পন্থকে দেশের দুই সেরা উইকেটরক্ষক বলে আখ্যা দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই ক্রিকেটারের মধ্যে কোনও প্রতিযোগিতা নেই বলেও জানিয়েছেন মহারাজ। যিনি ভাল ফর্মে থাকবেন, তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সুযোগ পাবেন বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

ঋদ্ধি এবং পন্থ সেরা
ঋদ্ধিমান সাহা এবং ঋষভ পন্থকে দেশের সেরা উইকেটরক্ষক বলে আখ্যা দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই ক্রিকেটারই উইকেটের পিছনে দাঁড়িয়ে সক্রিয় বলে জানিয়েছেন মহারাজ। ঋদ্ধি যে দুর্দান্ত ফর্মে রয়েছেন, তাও জানাতে ভোলেননি বিসিসিআই সভাপতি।

কোনও প্রতিযোগিতা নেই
সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, অভিজ্ঞতার নিরিখে ঋষভ পন্থের থেকে এগিয়ে রয়েছে ঋদ্ধিমান সাহা। তা বলে দুই ক্রিকেটারের মধ্যে যে কোনও প্রতিযোগিতা থাকতে পারে, তা বিশ্বাস করেন না বিসিসিআই সভাপতি। তাঁর কথায়, অস্ট্রেলিয়ার মাটিতে যিনি ভাল খেলবেন, তিনি প্রথম একাদশে জায়গা পাবেন।

পন্থে মুগ্ধ সৌরভ
তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থের আইপিএল ২০২০-এর অভিযান যে খুব একটা ভাল যায়নি, তা মেনে নিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে পন্থের ব্যাট সুইং যে আবার ফিরে আসবে, তাও বিশ্বাস করেন মহরাজ।

ঋষভকে সময় দিতে হবে!
বিসিসিআই সভপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, তরুণ ঋষভ পন্থের প্রতিভা অসাধারণ। তাঁকে সঠিক পথ দেখানোই মূল কাজ বলে মনে করেন মহারাজ। সময় দিলে ঋষভ ভারতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভারত বনাম অস্ট্রেলিয়া: ডনের দেশে দুই ওডিআই সিরিজে সর্বাধিক রান হাঁকানো ক্রিকেটারদের তালিকা