করোনা আক্রান্ত হয়ে প্রয়াত কংগ্রেসের বর্ষীয়ান নেতা আহমেদ প্যাটেল, টুইটে জানালেন ছেলে
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত কংগ্রেসের প্রবীণ নেতা আহমেদ পাটেল। ভোর সাড়ে তিনটে নাগাদ মারা যান তিনি। করোনা আক্রান্ত হয়ে গত এক মাস ধরে ভুগছিলেন গুজরাতের কংগ্রেস নেতা। বয়স হয়েছিল ৭১ বছর। টুইট করে তাঁর ছেলে ফয়জল পাটেল বাবার মৃত্যুর খবর জানান।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন আহমেদ পাটেল। গত ১ অক্টোবর আহমেদ পাটেল নিজেই টুইট করে জানিয়েছিলেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারপরে হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্যর উন্নতি হলেও পরে ধীরে ধীরে শরীরের একাধিক অংশ কাজ করা বন্ধ করে দিয়েছিল। মাল্টি অরগান ফেলিওরেই কংগ্রেস নেতার মৃত্যু বলে জানা গিয়েছে।
প্রবীণ কংগ্রেস নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রয়াত কংগ্রেস নেতার শান্তি কামনা করেছেন তিনি। আহমেদ পাটেলের ছেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও কংগ্রেস নেতার প্রয়াণে শোক প্রকাশ করে টুইট করেছেন। রাহুল টুইটে লিখেছেন দলে কংগ্রেসের একটা স্তম্ভের মতো ছিলেন তিনি।