আইএসএলের ডার্বি যুদ্ধের উত্তাপ গায়ে মেখে বড় ঘোষণা এসসি ইস্টবেঙ্গলের
২৭ নভেম্বর ডার্বি যুদ্ধে মাঠে নামার ৩ স্পনসরের নাম ঘোষণা এসসি ইস্টবেঙ্গলের। অপেক্ষার আর মাত্র কয়েকঘন্টা, তারপরই ডার্বি। শুক্রবার বাঙালির বড় ম্যাচ! আবেগের ডার্বি ঘিরে ইতিমধ্যেই ফুটবল ফ্যানেদের মধ্য়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

বড় ঘোষণা ইস্টবেঙ্গলে
আইএসএল মঞ্চে এই প্রথম এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের ডার্বি যুদ্ধ। সেই মহারণে বল গড়ানোর আগে এবার, আইএসএলের ডার্বি যুদ্ধের উত্তাপ গায়ে মেখে বড় ঘোষণা করে দিল এসসি ইস্টবেঙ্গল।

ডার্বির আগে ৩ স্পনসর ঘোষণা ইস্টবেঙ্গলের
মাঠের ডার্বি যুদ্ধ দিয়ে আইএসএল অভিযানে নেমে পড়ার আগে শেষ মুহূর্তে তিন স্পনসরের নাম ঘোষণা করল ক্লাব। ওয়াসাবি নামের এক ফুড চেন সংস্থা, আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের কো স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। সেই সঙ্গে বিকেটি টায়ার সংস্থাও এবছর এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে কো স্পনসর হিসেবে যুক্ত হল।

ডার্বির আগে ফ্যানেদের সুখবর দিল ক্লাব
এখানেই শেষ নয়, জনপ্রিয় এক নিউজ নেটওয়ার্ককে এবার অ্যাসোসিয়েট স্পনসর হিসেবে পেল এসসি ইস্টবেঙ্গল। এর আগে এই নিউজ নেটওয়ার্ক ইতিমধ্যে এটিকে মোহনবাগানের অ্যাসোসিয়েট স্পনসর হিসেবেও যুক্ত হয়েছে। ক্লাবের পক্ষ থেকে এদিন সোশ্যাল মিডিয়ায় ২০২০-২১ মরসুমের জন্য এই তিন স্পনসরের সঙ্গে যুক্ত হওয়ার সুখবর দেওয়া পর ফ্যানেদের শুভেচ্ছাবার্তার ঝড়।

ডার্বি যুদ্ধে বাদ্যি
প্রসঙ্গত ডার্বি যুদ্ধ দিয়ে এবছর এসসি ইস্টবেঙ্গল আইএসএলের অভিযান শুরু করতে চলেছে। ইলিশ-চিংড়ির ডার্বি যুদ্ধ দিয়েই ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার ভারতীয় ফুটবল অভিযান শুরু করতে চলেছেন।
ডার্বি যুদ্ধের আগে ইস্টবেঙ্গলে নয়া হাতিয়ার, অভিনব প্রযুক্তিতে অনুশীলনে জোর লাল-হলুদে