কলকাতা: সম্পর্কটা অনেক দিনের। টলিপাড়ায় অনেকেই জানতেন তাঁদের সম্পর্কের কথা। পার্টি, ডিনার থেকে শুরু করে জিমেও একসঙ্গে যেতেন তাঁরা।

তবে এবার তাঁদের সম্পর্ক আরও একধাপ এগোনোর পথে। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। দীর্ঘদিনের সেই সম্পর্ককেই এবার আইনি স্বীকৃতি দিতে চলেছেন তারকাজুটি গৌরব ও দেবলীনা।

আগামী ডিসেম্বরে মাসেই নাকি বিয়ে করছেন তাঁরা। ৯ ডিসেম্বর আইনত এক হবে চার হাত। রেজিস্ট্রি হবে ডিসেম্বরের ১৫ তারিখ। তবে বিয়ের অনুষ্ঠান এখন হলেও রিসেপশন কিন্তু ঢের দেরী। আগামী বছর মার্চ মাসে।

দেবলীনা জানিয়েছেন, বিয়ের দিন লাল বেনারসি ছাড়া অন্য কিছু ভাবতেই পারেন না তিনি। দীপাবলির পরের দিনই গিয়ে টুকটুকে লাল বেনারসি শাড়ি কিনে এনেছেন। রেজিস্ট্রির দিন পরবেন ইন্দো-ওয়েস্টার্ন। তবে কাজ থেকে বিরতি নেননি দেবলীনা-গৌরবের কেউই! ৭ তারিখ অবধি অরিন্দম শীলের তীরন্দাজ শবর-এর শুটিং রয়েছে অভিনেত্রীর। এমনকী রেজিস্ট্রির দিনও একটা শুট পড়ে গিয়েছে।

২০১৩ সালে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন গৌরব। তিন বছর পরই সম্পর্কে ইতি টানেন উভয়ে। তারপর জীবনে এগিয়ে গিয়েছেন দু’জন। গৌরব নতুন করে মন দেন তৃণমূল নেতা দেবাশিস কুমারের মেয়ে দেবলীনাকে। প্রথমে ২৫ ডিসেম্বর বিয়ের দিন ঠিক হয়েছিল।

কিন্তু করোনার কোপে সে পরিকল্পনায় বদল ঘটেছে। শোনা গিয়েছে, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের লোকেদের উপস্থিতিতে আগামী ৯ ডিসেম্বরই বিয়ে সারবেন গৌরব-দেবলীনা। আর ১৫ তারিখ হবে রেজিস্ট্রি। এদিকে রাসমণির সেটে গৌরবের আইবুড়ো ভাত খাওয়ার ছবি পোস্ট করেন তাঁর অনস্ক্রিন স্ত্রী জগদম্বা মানে রশনি।

সপ্তম পর্বের দশভূজা লুভা নাহিদ চৌধুরী।