• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাইডেনের কাছে কি হার স্বীকার করা উচিত? ফের নয়া জনমত সমীক্ষা নিয়ে হাজির খোদ ডোনাল্ড ট্রাম্প

  • |

আগের থেকে খানিক সুর নরম করলেও ভোট গণনায় কারচুপির অভিযোগে এখনও সরব বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমতাবস্থায় নিজের পক্ষে জনসমর্থন আদায় করতে ফের একটি জনমত সমীক্ষা নিয়ে হাজির হয়েছেন অনড় ট্রাম্প। বুধবার তিনি তা টুইটারে পোস্টও করেন। তারপরেই ফের শোরগোল শুরু হয়েছে মার্কিন রাজ্য-রাজনীতিতে।

বাইডেনের কাছে কি হার স্বীকার করা উচিত? ফের নয়া জনমত সমীক্ষা নিয়ে হাজির খোদ ডোনাল্ড ট্রাম্প

'জো বাইডেনর কাছে কি ট্রাম্পের পরাজয় স্বীকার করা উচিত ?”, ট্রাম্পের পোস্টেই দেখা যাচ্ছে জনমত সংগ্রহের সময় এই প্রশ্নটিই রাখা হয়েছিল সকলের জন্য। ট্রাম্পের তথ্য অনুযায়ী, রায় দিয়েছেন প্রায় ১ লক্ষ ৯২ হাজার ৭৭৪ জন। তাদের মধ্যে ৯৮.৯ শতাংশ মানুষই নাকি মনে করছেন আখনও ট্রাম্পের হার স্বীকার করা উচিত না। সহ কথায় মোট ভোটের মধ্যে ট্রাম্পের তরফে এসেছে ১ লক্ষ ৯০ হাজার ৫৯৩। সেখানে নাকি মাত্র ২ হাজার ১৮১ জন মানুষ মনে করছেন ট্রাম্পের পরাজয় স্বীকার করে নেওয়া উচিত। এই পরিসংখ্যান তুলে ধরেই ফের হুঙ্কার দিতে দেখা যায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকে। তাঁর সাফ বক্তব্য, এখান থেকেই পরিষ্কার আমেরিকার মানুষ চাইছেন এখনও দেশের শাসনভার ট্রাম্প সরকারের হাত থাকুক।

বাইডেনের কাছে কি হার স্বীকার করা উচিত? ফের নয়া জনমত সমীক্ষা নিয়ে হাজির খোদ ডোনাল্ড ট্রাম্প

প্রসঙ্গত উল্লেখ্য, নভেম্বররের ৩ তারিখ গণনা পর্ব শুরু হতেই ধীরে ধীরে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের পাল্লা ভারী হতে থাকে। পরবর্তী, সমস্ত পরিসংখ্যান খতিয়ে দেখে মার্কিন সংবাদ মাধ্যমে বিজয়ী ঘোষণা করে বাইডেনকে। কিন্তু না মানতে নারাজ ট্রাম্প। ভোট গণনায় কারচুপির অভিযোগে ইতিমধ্যে আদালতেরও দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু সেখানেও বিশেষ সুবিধা না করতে পেরে গত কয়েকদিনে অনেকটাই সুর নরম করেন তিনি। বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তরে নিমরাজিও হন বলে খবর। কিন্তু এমতাবস্থায় ফের ট্রাম্পের টুইটে শোরগোল মার্কিন রাজ্য-রাজনীতিতে। এদিকে রীতি মেনে আগামী ২০ জানুয়ারীই পাকাপাকি ভাবে আমেরিকার শাসনভার হাতে তুলে নিতে চলেছেন বাইডেন।

বিশ্ববাজারে কদর বাড়ছে রাশিয়ার! সস্তার টিকার দৌড়ে মার্কিন সংস্থাগুলিকেও পিছনে ফেলছে স্পুটনিক-ভি

English summary
will trump admit defeat to joe biden donald trump appeared again with a poll in his favor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X