• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চন্দ্রগ্রহণ ৩০ নভেম্বর: কিছু গুরুত্বপূর্ণ তথ্য একনজরে

বছরের শেষ চন্দ্রগ্রহণ ঘিরে বহু কৌতূহলি মানুষের মধ্যে চড়ছে আগ্রহের পারদ। অনেকেই এমন এক ভয়াবহ বছরের শেষ চন্দ্রগ্রহণ ঘিরে রীতিমতো কৌতূহলী। এই গ্রহণ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাক একনজরে।

৩০ নভেম্বরের গ্রহণে কোন গ্রাস?

৩০ নভেম্বরের গ্রহণে কোন গ্রাস?

গ্রহণের গ্রাস মূলত, তিন প্রকার হয়। একটি পূর্ণগ্রাস, একটি আংশিক গ্রহণ ও আরেক টি বলয়গ্রাস। ৩০ নভেম্বরের চন্দ্রগ্রহণ মূলত বলয়গ্রাসের আওতায় থাকবে।

 ৩০ নভেম্বরের চন্দ্রগ্রহণের সময়

৩০ নভেম্বরের চন্দ্রগ্রহণের সময়

৩০ নভেম্বর দুপুর ১:০৪ মিনিট থেকে চলবে বিকেল ৫:২২ মিনিট পর্যন্ত। প্রসঙ্গত,সেদিন ভারতীয় সময় দুপুরে এই গ্রহণ সংগঠিত হওয়ায়, তা ভারত থেকে দেখা না গেলেও, ইউরোপ, এশিয়া, আফ্রিকার বহু জায়গা থেকে দেখা যাবে।

 ভারত থেকে দেখা যাবে না গ্রহণ!

ভারত থেকে দেখা যাবে না গ্রহণ!

এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তবে পেরুতে এই গ্রাস স্থানীয় সময় রাত ২:৩২ মিনিটে দেখা যাবে। যা অসামান্য একটি দৃশ্যরূপ তৈরি করবে বলে জানা যাচ্ছে।

 ২০২০ সলের শেষ গ্রহণ কবে?

২০২০ সলের শেষ গ্রহণ কবে?

২০২০ সালের শেষ চন্দ্রগ্রহণ ৩০ নভেম্বর হলেও, এই গ্রহণই বছরের শেষ মহাজাগতিক ঘটনা নয়। এবছর এই নিয়ে ৪ টি চন্দ্রগ্রহণ সম্পন্ন হয়েছে। জানুয়ারির ১০, জুনের ৫, জুলাইয়ের ৪ তারিখে তা হয়েছে। এদিকে, বছরের শেষ গ্রহণ হল সূর্য গ্রহণ। তা আসন্ন ডিসেম্বরের ১৪ তারিখ সম্পন্ন হবে ।

৩০ নভেম্বর চন্দ্রগ্রহণ কার্তিক পূর্ণিমায়! বিশেষ তাৎপর্য একনজরে

English summary
Lunar Eclipse 2020 November 30, all you need to know about Chandra Grahan in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X