আইএসএল ২০২০: ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের অধিনায়ক কে?
শুক্রবার আইএসএলের মেগা ডার্বি। আইএসএল মঞ্চে বাঙালির বড় ম্যাচ এই প্রথম। এটিকে মোহনবাগান থেকে এসসি ইস্টবেঙ্গলের দুই কোচের কেরিয়ারে এটাই প্রথম কলকাতা ডার্বি হয়ে চলেছে। ভারতীয় ফুটবলে পা রাখার পর থেকে আইএসএলে তিনবার ট্রফি দিয়েছেন অ্যান্তোনিও হাবাস। তবে ভারতীয় ফুটবলর সবচেয়ে উত্তেজক ডার্বি ম্যাচে এখনও ডাগাআউটে বসে ওঠা হয়নি।

ডার্বিতে স্প্যানিশ বনাম ব্রিটিশ কোচের মস্তিষ্কের লড়াই
অন্যদিকে এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার ডার্বি ম্যাচ দিয়েই এই প্রথম ভারতীয় ফুটবলে কোচিং কেরিয়ার শুরু করতে চলেছেন। আইএসএলে প্রথম ম্যাচে তাঁকে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে হচ্ছে। স্প্যানিশ বনাম ব্রিটিশ কোচের মস্তিষ্কের মহারণ ঘিরে অন্য উত্তেজনা তুঙ্গে।

ডার্বিতে এটিকে মোহনবাগানের অধিনায়ক কে
ইতিমধ্য়ে হাবাসের কাছে কেরালা ব্লাষ্টার্সের জয় এখন অতীত। সামনে এবার ডার্বি লড়াইয়ে প্রতিপক্ষকে হারানো নিয়ে ভাবছেন স্প্যানিশ কোচ। আর সেখানেই ডার্বি ম্যাচে এটিকে মোহনবাগানের অধিনায়ক কে হবে সেই নিয়েও ভাবতে হচ্ছে হাবাসকে।

বঙ্গ সন্তান প্রীতম কোটালের হাতেই কি আর্ম ব্যান্ড থাকবে?
প্রথম ম্যাচে কেরালা ব্লাষ্টার্সের বিরুদ্ধে প্রীতম কোটাল এটিকে মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন। সেক্ষেত্রে ডার্বি ম্যাচেও বঙ্গতনয়ের হাতেই অধিনায়কত্বের আর্ম ব্যান্ড থাকতে চলেছে? মরসুম শুরুর আগে অবশ্য ম্যারাথন আইএসএল খেলার জন্যে দলে একাধিক অধিনায়ক থাকতে চলেছেন বলে হাবাস জানিয়ে রেখেছিলেন।

কী সিদ্ধান্ত নিলেন হাবাস
তবে ডার্বিতে অধিনায়ক কে হচ্ছেন, সেই নিয়ে হাবাস অবশ্য জানিয়ে রেখেছেন এই নিয়ে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। শুক্রবার ডার্বি, তাই শেষ অনুশীলনেই ডার্বির অধিনায়ক কে স্থির করবেন কোচ। তার আগে এখন শুধু কেরালা ম্যাচের ভুল ক্রুটি গুলি শুধরে নেওয়া চেষ্টা চালাচ্ছেন হাবাস।
আইএসএলের টানে কেন অস্ট্রেলিয় লিগ ছাড়ছেন ফুবলাররা, জেনে নেওয়া যাক কারণ