১৯৯২ বিশ্বকাপের রেট্রো জার্সিতে ছবি পোস্ট ধাওয়ানের, বাড়তি কোন মোটিভেশন নিয়ে মাঠে নামছেন গব্বর
২৭ নভেম্বর অস্ট্রেলিয়া সফরে ঢাকে কাঠি। তার আগে নতুন মোটিভেশন খুঁজে পেলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। এদিন সোশ্যাল মিডিয়ায় টুইট করে অজি সফরে বল গড়ানোর আগে বিশেষ কোন জিনিস তাঁকে অনুপ্রেরণা জোগাচ্ছে জানালেন গব্বর।

১৯৯২ বিশ্বকাপ জার্সিতে মাঠে নামতে চলেছে ভারত
অজি সফর দিয়ে করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে ভারতীয় দল। ২৭ নভেম্বর বিরাট-রাহুল-বুমরাহ কোভিড পরবর্তী সময়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচে ওডিআই সিরিজে ভারতীয় দলের জার্সিতে বড় চমক থাকছে। ১৯৯২ বিশ্বকাপের সময় ভারতের পুরনো জার্সিকে ফিরিয়ে এসেছে বিসিসিআই। ১৯৯২ সালের বিশ্বকাপে নেভি ব্রু রঙে রেট্রো জার্সিতে এবার বিরাট-ধাওয়ানদের ম্যাচ খেলতে দেখা যাবে।

টুইটে বিশ্বকাপের জার্সি পরে ছবি পোস্ট ধাওয়ানের
ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের জন্য নতুন এই জার্সি হাতে পেয়েছেন ধাওয়ান। আর মুহূর্তেই সেই জার্সি গায়ে চাপিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন গব্বর।

নতুন অনুপ্রেরণা, জানালেন ধাওয়ান
সেই সঙ্গে ১৯৯২ বিশ্বকাপের সময়ের এই জার্সি তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফেরার আগে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ধাওয়ান। ২৭ নভেম্বরের জন্য প্রহর গোনা শুরু করে দিলেন বলে টুইট করেছেন ভারতীয় ক্রিকেটার।

একজনরে সফরের সূচি
ওডিআই সিরিজ শেষ হলে ৪ ডিসেম্বর থেকে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। এরপর ১৭ ডিসেম্বর পিঙ্ক বলে দিন রাতের টেস্ট দিয়ে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট মহারণে ঢাকে কাঠি। সিরিজে চারটি টেস্ট খেলবে ভারত।
বিরাটের কাছে টেস্ট সিরিজে হার আজও প্রতি মুহূর্তে যন্ত্রণায় বিদ্ধ করে, অকপট পেইন