পুরুলিয়া: বিতর্কিত শুভেন্দু অধিকারীর সভায় যোগ দেওয়ার মাশুল গুনতে হল ২ তৃণমূল নেতাকে৷ পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ও তাঁর ছেলের নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে বলে খবর৷
সূত্রের খবর, শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সৃষ্টিধর মাহাতো ও তাঁর ছেলে বলরামপুর পঞ্চায়েত সমিতির সদস্য সুদীপ মাহাতোর নিরাপত্তারক্ষী তুলে নিল রাজ্য সরকার৷ যদিও শাসক দলের দাবি, বর্তমানে এলাকায় মাওবাদী দৌরাত্ম্য কমায় নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷
২০১০ সালে মাওবাদীদের হিটলিস্টে ছিলেন সৃষ্টিধর মাহাতো। তিনি ও তাঁর ছেলে সুদীপ মাহাতোর জন্য নিরাপত্তা রক্ষী নিয়োগ করে রাজ্য সরকার।কিন্তু গত ৭ নভেম্বর দাদার অনুগামীর ব্যানারে পুরুলিয়া শহরে বিজয়া সম্মিলনী হয়৷ সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের দুই নেতা। তারপর গত রবিবার জগদ্ধাত্রী পুজোর উদ্ধোধনী অনুষ্ঠানেও শুভেন্দু অধিকারীর সঙ্গে দু’জনে উপস্থিত ছিলেন৷ তারপরই দুই তৃণমূল নেতার নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে৷
অন্যদিকে সৃষ্টিধরের দাবি, ২০১০ থেকে শুভেন্দুবাবুর সঙ্গে মাওবাদী এলাকায় ঘুরে রাজনীতি করেছি, তাঁর সঙ্গে থাকার জন্যই নিরাপত্তা প্রত্যাহার তা ভিত্তিহীন, এটা পুরোটাই প্রশানিক ব্যাপার৷ যদিও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তার ছেলে সুদীপ মাহাতো৷ তিনি বলেছেন, আমি শুভেন্দুবাবুর সঙ্গে আছি, দু’টি অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলাম, এরপরই নিরাপত্তা তুলে নিয়েছে প্রশাসন৷
এদিকে রাজ্যের পরিবহণমন্ত্রীর সঙ্গে আরও একদফা রুদ্ধদ্বার বৈঠক করেন সাংসদ সাংসদ সৌগত রায়। তৃণমূল সূত্রের খবর, এই হাইভোল্টেজ বৈঠকে কোনও জট কাটেনি। আগে যেমন তিনি একাধিক জেলায় তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন, সেই পদ চেয়েছেন শুভেন্দু।
তাঁকে জানানো হয়েছে এখন তৃণমূলে সেরকম কোনও পদ নেই। ফলে বৈঠক ফলপ্রসূ হয়নি। এছাড়াও এদিন ফের নিজের অবস্থানে অনড় থেকে দলের পরিচালনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু। সাংগঠনিক রদবদলেরও দাবি জানিয়েছেন।
বৈঠকের পর সৌগত রায় জানিয়েছেন, পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবেন৷