কলকাতা-উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণের ধারা অব্যাহত, দুই জেলায় উদ্বেগ মৃত্যুহারেও
কলকাতার করোনা সংক্রমণ এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণও লাখ ছুঁতে এগোচ্ছে। দুই জেলার দৈনিক সংক্রমণ প্রতিদিনই উদ্বেগ বাড়াচ্ছে। রাজ্যে সংক্রমণ কমলেও এই দুই জেলায় প্রতিদিন ৮০০-র উপরে সংক্রমণ হয়ে চলেছে। এদিকে দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া উভয় জেলার সংক্রমণ ৩০ হাজারের উপরে।


কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৪৫। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৬৭। উত্তর ২৪ পরগনায় ৮১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা ফের একটু কমেছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৫২৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৯১৬।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
মঙ্গলবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১০১৬২৩। শুধু এদিনই কলকাতায় ৮৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৫২৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৯২২৪৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৮৫১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৮৩ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৯৫৮৯৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮১৬ জন। মৃত্যু হয়েছে মোট ১৯১৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৮৭৪৪১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৫৩৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৩৮ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ২৩২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩০৫৪৭। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩০১৫৫। এদিন আক্রান্ত হয়েছেন ১৬১ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮৫৫ জন। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। হুগলিতে ১৯১ জন বেড়ে আক্রান্ত ২৩৯২৬ জন।
অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭১১৮, কোচবিহারে ১০৩৬৩, দার্জিলিংয়ে ১৪৬৮২, কালিম্পংয়ে ১৭১৪, জলপাইগুড়িতে ১১৯০২, উত্তর দিনাজপুরে ৫৫৮৫, দক্ষিণ দিনাজপুরে ৭৬৯০, মালদহে ১১২১২, মুর্শিদাবাদে ১০৫৭৫, নদিয়ায় ১৭০৬৪, বীরভূমে ৭৭০৮, পুরুলিয়ায় ৫৯৬৩, বাঁকুড়ায় ৯৫৪৯, ঝাড়গ্রামে ২৪৪৭, পশ্চিম মেদিনীপুরে ১৭৫৩৭, পূর্ব মেদিনীপুরে ১৭৬৪৪, পূর্ব বর্ধমানে ৯৮৬৭, পশ্চিম বর্ধমানে ১২৬৩২ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।