সরকার কি আকাশে ছিল, 'দুয়ারে দুয়ারে সরকার' নিয়ে কটাক্ষ সায়ন্তনের! পিকে কে প্রশ্ন লকেটের
মরণকালে হরিনাম। বাঁকুড়ার খাতড়ার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) দুয়ারে দুয়ারের সরকার প্রকল্পের ঘোষণা করেছিলেন। তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে এইভাষাতেই কটাক্ষ করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু (sayantan basu)। রাজ্য সরকার বিজেপির কর্মসূচিকে নকল করেছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (locket chatterjee)।

দুয়ারে দুয়ারে সরকারের পরিষেবা
এবার থেকে সাধারণ মানুষের দরজার কাছাকাছি পৌঁছে যাবে সরকার। এমনই প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে দুয়ারে দুয়ারে সরকার। ১ ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে সেই প্রকল্পের কাজ শুরু করা হবে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রত্যেক ব্লকে সকাল ১১ থেকে বিকেল ৩ টে পর্যন্ত ক্যাম্প করা হবে বলেও জানিয়েছেন তিনি। তৎক্ষণাৎ সমস্যার সমাধান না করা গেলেও অভিযোগের তালিকা তৈরি করা হবে।

বেকার কমিয়েছে সরকার
প্রশাসনিক সভা থেকে বেকারত্ব ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রকল্প শেষ হলেই ছেলেমেয়েরা কাজ হারাচ্ছে। কিন্তু এরাজ্যের ক্ষেত্রে তা হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে চাকরিতে বয়সসীমাও বাড়ানো হয়েছে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর, ওবিসি ও তফশিলিদের ক্ষেত্রে যথাক্রমে ৪৩ ও ৪৫ বছর করা হয়েছে। তৃণমূল সরকার বাংলায় বেকারত্ব ৪০ শতাংশ কমিয়েছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভাঁওতা দেওয়ার অভিযোগও তিনি করেছিলেন। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এবছরে রাজ্যের ১০ লক্ষ মানুষকে সরকারি প্রকল্পে বাড়ি করে দেওয়া হয়েছে। রাজ্যের হাজার হাজার পরিযায়ীকে কাজ দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

সায়ন্তন বসুর কটাক্ষ
বিজেপি নেতা সায়ন্তন বসু রাজ্য সরকারের এই প্রকল্পকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ভাল বলেছে। মরণকালে হরিনাম। তাঁর প্রশ্ন এতদিন সরকার কি আকাশে ছিল। তিনি বলেছেন, আকাশ থেকে নেমে দুয়ারে যেতে যেতে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। তিনি বলেন, সাধারণ মানুষকে তারা বলেছেন, দুয়ারে দুয়ারে গেলে কাটমানির হিসেব চাইবেন। শিল্পের কী হল, আইনশৃঙ্খলার হিসেব চাইবেন।

সরকারকে কটাক্ষ লকেটের
মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রকল্প নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেছেন ২০১৯ সালে পুজোর আগে বিজেপির মহিলা মোর্চা দুয়ারে দুয়ারে পদ্মের আগমনি নিয়ে একটি কর্মসূচি নিয়েছিল। সেই কর্মসূচিকেই নকল করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর প্রশ্ন ৫০০ কোটি টাকা দিয়ে যাঁকে আনা হয়েছে তিনি কী স্ট্র্যাটেজি করছেন। শেষ পর্যন্ত বিজেপিকে কপি করতে হল, বলেছেন তিনি। এ রাজ্যে কপি পেস্টের সরকার চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।