আইএসএল ডার্বিতে আকর্ষণের কেন্দ্র হতে পারে আক্রমণ বনাম রক্ষণের লড়াই
শুক্রবার মেগা ডার্বি। এই প্রথম আইএসএলের মঞ্চে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। আর আইএসএল টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ডার্বিতে আকর্ষণের কেন্দ্র হতে পারে আক্রমণ বনাম রক্ষণের লড়াই।

হাবাসের প্রথম ডার্বি
একদিকে এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্তোনিও হাবাসকে ঘিরে বাগান ফ্যানেদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে। পুরনো দল এটিকেকে দুবার আইএসএল খেতাব দিয়েছেন হাবাস। আইএসএলের প্রথম মরসুম দিয়ে ভারতীয় ফুটবলের পা রাখলেও এখনও পর্যন্ত হাবাসের কলকাতা ডার্বি খেলার অভিজ্ঞতা নেই। তাই কেরিয়ারের প্রথম ডার্বি জিতে মুকুটে নতুন পালক জুড়তে চাইবেন হাবাস।

ডার্বি দিয়ে ভারতীয় ফুটবলে অভিষেক ফাওলারের
অন্যদিকে এসসি ইস্টবেঙ্গলের কোচ হিসেবে ভারতীয় ফুটবল ও আইএসএলে পা রাখতে চলেছেন রবি ফাওলার। প্রাক্তন লিভারপুল স্টারকে ঘিরে উন্মদনা রয়েছে। ব্রিটিশ ডার্বির উত্তাপ সম্পর্কে ফাওলার পরিচিত কিন্তু কলকাতা ডার্বিতে এই প্রথম। আর আইএসএলে স্প্যানিশ বনাম ব্রিটিশ কোচের মস্তিষ্কের লড়াইয়ে সেক্ষেত্রে আক্রমণ বনাম রক্ষণের লড়াই হতে চলেছে বলে মনে করছে ফুটবলমহল।

রক্ষণ মজবুত করে গোলের জন্য ঝাঁপাতে পারেন হাবাস
এটিকে মোহনবাগানে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসের মতো দুরন্ত ছন্দে থাকা স্ট্রাইকার রয়েছেন। সেই সঙ্গে ডিফেন্স লাইনে আবার তিরি, সন্দেশ জিঙ্ঘান, শুভাশিস বসুর মতো বড় নাম। সেক্ষেত্রে কলকাতা ডার্বিতে রক্ষণ মজবুত করে গোলের জন্যে ঝাঁপাতে পারেন হাবাস।

আক্রমণাত্মক ফুটবলে জোড় দিতে পারেন ফাওলার
অন্যদিকে ফুটবলজীবনে লিভারপুলে খেলার সময় রবি ফাওলারকে যেমন আক্রমণাত্মক দেখাত, কোচিং করাতে এসেও ইস্টবেঙ্গলকে সেই মন্ত্রে এগিয়ে নিয়ে যেতে পারেন তিনি। প্রতিপক্ষ অনুযায়ী রণরীতি তৈরি করবেন, সেক্ষেত্রে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে হোম ম্যাচ থেকে পয়েন্ট ছিনিয়ে নিতে প্রতিআক্রমণে ঝড় তোলার মানসিকতা নিয়ে ডার্বি ম্যাচে গোলের জন্যে ঝাঁপাতে পারেন ফাওলার।
অস্ট্রলিয়ার বিরুদ্ধে টেস্ট থেকে বাদ পড়েও আশা ধরে রাখলেন রোহিত-ইশান্ত!