বাংলায় করোনা সক্রিয় রোগী ২৫ হাজারের নিচে, তবু উদ্বেগ কমছে না সংক্রমণে
বাংলায় করোনা ভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা কমছে ঠিকই কিন্তু সংক্রমণ নিয়ে উদ্বেগ পিছু ছাড়ছে না কিছুতেই। করোনা সুস্থতার হার বেড়েছে, আবার অপেক্ষাকৃত কমেছে করোনা সংক্রমণ। তবু উদ্বেগ ধরা পড়ছে পরিসংখ্যানে। করোনার টেস্টিং না বাড়ায় করোনার উদ্বেগ বাড়ছে বাংলায়। করোনা সুস্থতার হার বেড়ে ৯২.৮৮ শতাংশ হয়েছে।


একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৫৪৫ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৪ লক্ষ ৫৯ হাজার ৯১৮ জন। এদিন ৩৫৪৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬৩ হাজার ৪৬৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১২১। এদিন মৃত্যু হয়েছে ৪৯ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৪ লক্ষ ৬৩ হাজার ৪৬৩ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৪ হাজার ৮৮০ জন। এদিন ১৫০ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৩৫৪৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩৬৪৬ জন। মোট করোনা মুক্ত হলেন ৪ লক্ষ ৩০ হাজার ৪৬২ জন। সুস্থতার রেট হয়েছে ৯২.৮৮ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৫৬ লক্ষ ০৯ হাজার ৮৯৩ জনের। ৯৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৬২৩৩২। এদিন টেস্টিং হয়েছে ৪৪৫৬২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.২৬ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১০১৬২৩। এদিন ৮৬৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৯৫৮৯৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮১৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। হাওড়াকে টপকে দক্ষিণ ২৪ পরগনা এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২৩২ জন বেড়ে হয়েছে ৩০৫৪৭। হাওড়ায় আক্রান্ত ৩০১৫৫। এদিন আক্রান্ত হয়েছেন ১৬১ জন। হুগলিতে ১৯১ জন বেড়ে আক্রান্ত ২৩৯২৬ জন।
ডিসেম্বরেই রাজ্যে আসছেন মোদী, তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ এবার দুয়ারে দুয়ারে কর্মসূচি বিজেপির