কলকাতা: ইডির নামে জাল নথি তৈরি করে তোলাবাজি৷ এমনই অভিযোগ ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর বিরুদ্ধে ৷ ৷তাকে মঙ্গলবার তার বাড়ি থেকে গ্রেফতার করে বিধাননগরের গোয়েন্দা পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, বিধাননগর উত্তর থানায় ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভিযোগ করেছিলেন, যে সদর দফতরে একটি চিঠির সঙ্গে ইডির নামে কিছু নথি জমা পড়েছিল৷ ইডির দাবি,ওই নথি নকল৷

তারপরই তৎপর হয়ে উঠে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ তাদের অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার বিধাননগরের গোয়েন্দা পুলিশ ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীকে গ্রেফতার করল৷

ধৃত সুদীপ্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৩০, ৪৬৮, ৪৭১, ৪৭২, ৪৭৪ এবং ১২০বি ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ ধৃত সুদীপ্তকে আজ বিধাননগর আদালতে তোলা হয়েছে৷ সেখানে সুদীপ্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে বলে জানিয়েছে বিধাননগর সিটি পুলিশ।

সুদীপ্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশি জানতে চাইবে,তার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে৷ এবং কার কার কাছ থেকে ইডির নাম করে টাকা নেওয়া হয়েছে৷ সূত্রের খবর, যাদের কাছ থেকে টাকা নিয়েছেন, সেই তালিকায় রাজনৈতিক নেতাও আছে৷

এর আগে রোজভ্যালিকাণ্ডে ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীকে গ্রেফতার করেছিল ইডি৷ অভিযোগ,রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু ইডিকে জানিয়েছে, তদন্তকারীদের ম্যানেজ করতে তার কাছ থেকে দু’কোটি টাকা নিয়েছে সুদীপ্ত রায়চৌধুরী৷ এমনকি একথাও বলেন, টাকা দিলে রোজভ্যালি কর্তাকে গ্রেফতার করা হবে না৷ শুধু তাই নয় সুদীপ্ত রায়চৌধুরী রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুকে কয়েকজন কেন্দ্রীয় সংস্থার অফিসারের নামও বলেন৷

সেই সময় ব্যবসায়ী সুদীপ্ত রায় চৌধুরীকে জেরা করে উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য৷ দুর্নীতিতে যুক্ত সুপারিনটেনডেন্ট পদ মর্যাদার অফিসার সহ বেশ কয়েকজন পুলিশ কর্তা৷

একজন নয়, তালিকায় রয়েছে সাত জনের নাম৷ আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পত্তির জন্য ২০১৮ সালের ৪ ডিসেম্বর ব্যবসায়ী সুদীপ্ত রায় চৌধুরীকে গ্রেফতার করেছিল এফোর্সমেন্ট ডিরেকটরেট(ইডি)।তারপর সে জামিন পায়৷ এবার ফের পুলিশের হাতে গ্রেফতার হল সুদীপ্ত৷

সপ্তম পর্বের দশভূজা লুভা নাহিদ চৌধুরী।