প্রতীতি ঘোষ, হাবড়া : একুশের বিধানসভার অনেক আগেই বিজেপি কর্মীরা খোদ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ছড়া কেটে শুরু করে দিল দেওয়াল লিখনের মাধ্যমে ভোট প্রচারের কাজ ।

খোদ খাদ্যমন্ত্রীর বিধানসভা হাবড়াতে দেওয়াল লিখন শুরু করল বিজেপি কর্মীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি একুশের বিধানসভা নির্বাচনের আগেই মহিলা থেকে পুরুষ কর্মীরা সবাই নেমে পড়ল দেওয়াল লিখনের কাজে।

বিভিন্ন ছড়ার মাধ্যমে রাজ্য সরকারের দুর্নীতি তুলে ধরা হয়েছে। ভোটের ঢাকে কাঠি না পড়লেও বিজেপি কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আগামী দিনে রাজ্যে বিজেপি সরকার গঠন করবে এমনটাই দাবি মহিলা বিজেপির এক কর্মীর।

তবে যাই হোক এ কথা বলা যায় দেওয়াল লিখনে হাবড়াতে এক পা এগিয়ে থাকল বিজেপি। বিষয়টা নিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, যতই দেওয়াল লিখন করুক বিজেপি উত্তর ২৪ পরগণা জেলাতে ৩৩-০ হবে ।মানুষের অন্তরে রয়েছে তৃণমূল ।

সপ্তম পর্বের দশভূজা লুভা নাহিদ চৌধুরী।