স্টাফ রিপোর্টার , হাওড়া : সম্প্রতি বিভিন্ন স্থানে শুভেন্দু অধিকারীর সমর্থনে জেলায় জেলায় পোস্টার পরতে দেখা গিয়েছে। দলের সঙ্গে কিছু মতান্তর হওয়ার পর থেকেই এই ছবি দেখা গিয়েছে বিভিন্ন জেলায়। পোস্টারে লেখা ‘আমরা দাদার অনুগামী’। শুভেন্দু অধিকারী একটি আলাদা স্থান করে নিয়েছেন তা স্পষ্ট হয়েছে এই সব পোস্টারে। কিছুটা সেদিকেই খোঁচা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এক সভায় তিনি বললেন, যদি পক্ষপাত হয় তবে সেটা একজনেরই সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুরের আনন্দময়ী প্রেক্ষাগৃহে ছাত্র-যুব কর্মী সম্মেলনের আয়োজন করে তৃণমূল। সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র তথা যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সীতানাথ ঘোষ সহ অন্যান্যরা। আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় ছাত্র-যুবদের ভূমিকা কী হবে, কী ভাবে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে প্রচার করতে হবে, কীভাবে বুথ স্তরে সাংগঠনিক শক্তি বাড়াতে হবে সেবিষয়ে এদিন বক্তারা মূলত আলোকপাত করেন। এদিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন,”মমতা ব্যানার্জীর লবি করুন, বাংলাকে রক্ষা করুন। ডানে, বামে, উপরে বা নীচে কেউ নেই। তৃণমূল কংগ্রেসে একটাই লবি সেই লবির নাম মমতা বন্দ্যোপাধ্যায়।” এদিনের কর্মী সম্মেলনে কয়েকশো ছাত্র-যুব অংশ নেয় বলে জানা গেছে।

বাংলা দখলকে পাখির চোখ করে লড়াইয়ে ইতিমধ্যেই নেমে পড়েছে গেরুয়া শিবির। পিছিয়ে নেই এরাজ্যের শাসক শিবিরও। দলীয় কর্মীদের চাঙ্গা করতে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল।বিধানসভা ভোটের আগে দলের ছাত্র-যুবদের আরও সক্রিয় করতে আসরে নেমে পড়েছে ঘাসফুল শিবির। এই সভা তারই অন্যতম।

প্রসঙ্গত সোমবার সল্টলেকের পরিবহন দফতরে গিয়েছিলেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক। সেখান থেকে বেরিয়ে বৈঠকের জায়গায় যান। দেড় ঘণ্টারও বেশি চলে। সৌগত রায় এবং শুভেন্দুর বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে যথারীতি মুখে কুলুপ এঁটেছে দু’পক্ষ। তবে দুই শিবির সূত্রের খবর, সেই বৈঠকে কোনও জট কাটেনি। মেলেনি কোনও ইতিবাচক ফল। বরং নিজের অবস্থানে অনড় থেকে দলের পরিচালনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু। সাংগঠনিক রদবদলেরও দাবি জানিয়েছেন। আগে যেমন তিনি একাধিক জেলায় তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন, সেই পদ চেয়েছেন শুভেন্দু। যদিও তাঁকে জানানো যায়, এখন তৃণমূলে সেরকম কোনও পদ নেই। ফলে দেড় ঘণ্টার বৈঠক ফলপ্রসূ হয়নি বলে সূত্রের খবর। তারইমধ্যে দুই শিবিরের দাবি, চলতি সপ্তাহে আবারও বৈঠক করতে পারেন সৌগত ও শুভেন্দু।

সপ্তম পর্বের দশভূজা লুভা নাহিদ চৌধুরী।