চেন্নাই: গভীর নিম্নচাপ বদলে গিয়েছে ঘূর্নিঝড়ে। ফলে আশঙ্কিত হয়ে রাত কাটাচ্ছে উপকূল রাজ্যের বাসিন্দারা। তবে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৫ টা নাগাদ সাইক্লোন নির্ভর তামিলনাড়ু ও পুদিচ্চেরির ওপর আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড় সতর্কতার সময়ে ওই সব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে তামিললাড়ু, অন্ধ্রপ্রদেশে ও পুদুচেরিতে।
তামিলনাড়ু, পুডুচেরি এবং অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সতর্কতার কারণে দক্ষিণ রেল বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে। রেলওয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৫ নভেম্বর ২৪ টি ট্রেন সম্পূর্ণ বাতিল থাকছে। এছাড়া কিছু ট্রেন আংশিক ভাবে চলবে।
রেল জানিয়েছে, পুরোপুরি বাতিল ট্রেনগুলির টিকিটের যাত্রীদের তাঁদের টাকা ফিরিয়ে দেওয়া হবে। একইভাবে, আংশিক বাতিল ট্রেনগুলিতে টিকিট বুকিংয়ের অঙ্ক ফেরত দেওয়া হবে।
দক্ষিণের এই দুই রাজ্যের ঘূর্ণিঝড়ের পরিস্থিতি সম্পর্কে জানতে মঙ্গলবার দুপুরে তামিলনাড়ু ও পুদুচেরির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত সম্ভাব্য সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।
আইএমডি জানিয়ে রেখেছে, আগামীকাল সন্ধ্যায় দক্ষিণের উপকূলবর্তী রাজ্য গুলিতে ঘূর্ণিঝড় ‘নিভারের’ গতিবেগ তীব্র থেকে তীব্রতর হতে পারে। সঙ্গে সঙ্গী হতে পারে প্রবল বৃষ্টি।
১৪৪ ধারা জারি করা হচ্ছে পুদুচেরিতে। আজ রাত থেকেই এই ধারা লাগু করা হবে। রাত ৯ টা থেকে সকাল ৬ টা অবধি লাগু থাকছে ধারা ১৪৪। এই সময়ে সমস্ত দোকান বন্ধ থাকবে। তবে দুধের দোকান, পেট্রোল পাম্প খোলার অনুমতি রয়েছে।