নয়াদিল্লি: ভারতের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে। ফলে আবার বেশকিছু সংস্থা মুনাফা করছে। চাকরির সুযোগ বাড়ছে ‌। কিন্তু সাধারণ মানুষকে এখনও সংগ্রাম করতে হচ্ছে আয়ের জন্য। লকডাউনের জেরে ভারতের অর্ধেকের বেশি সংখ্যক মানুষের আয় গত বছরের সাপেক্ষে কমে গিয়েছে । সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সি এম আই ই) এমনটাই জানাচ্ছে।

ভারতের আট মাস ধরে মোটামুটি লকডাউন চলছে মাঝে মাঝে কিছু নিয়ন্ত্রণ শিথিল করে। তবে ধীরে ধীরে লকডাউন থেকে আনলক এর পথে গিয়ে কিছুটা ঘুরে দাঁড়াবার ইঙ্গিত মিলছে। তবে এখনও রোজগারের পথ তেমন সুগম হয়নি।

২০২০ সালের মার্চ পর্যন্ত ৩০-৩৫ শতাংশ আয় বেড়ে ছিল তার আগের এক বছরের তুলনায়। কিন্তু তার ঠিক পরেই দেখা গেল মার্চ মাসে ২৭.৪ শতাংশ ওএপ্রিল মাসে৯.৬ শতাংশ এবং জুলাই মাসে৪.৩ শতাংশ কমে গিয়েছে। তার পরে অবশ্য অগস্ট মাসে ৪.৩ শতাংশ সেপ্টেম্বর মাসে ৪.৯শতাংশ এবং অক্টোবর মাসে ৫.৪ শতাংশ বেড়েছে। অর্থাৎ বৃদ্ধি হলেও তা লকডাউন পূর্ববর্তী সময়ে ৩০-৩৫ শতাংশের তুলনায় তা অনেকটাই কম।

এই পরিস্থিতিতে সংস্থার আয় কিছুটা হচ্ছে ফলে বেকারত্বের অবস্থা লকডাউন পূর্ববর্তী জায়গায় ফিরছে। তবে সি এম আই ই এই পরিস্থিতিকে বলছে, চাকরি ফিরলেও রোজগার ফেরেনি। কারণ যাদের চাকরি আছে তাদের মাইনে কমেছে অথবা যাদের চাকরি চলে গিয়েছিল তারা কম বেতনের চাকরিতে যোগ দিয়েছে।

২০২০ সালের মে থেকে সেপ্টেম্বর এই সময় গতবছরের সাপেক্ষে আয় কমেছে। তাছাড়া প্রকৃত আয় কমে যাওয়ায় চাহিদা সেভাবে তৈরি হতে পারছে না।

সপ্তম পর্বের দশভূজা লুভা নাহিদ চৌধুরী।