কলকাতা: বাংলায় আরও কমল অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ বাড়ল সুস্থতার হার৷ তবে রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৪৯ জনের৷ আক্রান্ত আরও সাড়ে তিন হাজারের বেশি৷
মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে আক্রান্ত ৩,৫৪৫ জন৷ সোমবার ছিল ৩,৫৫৭ জন৷ তুলনামূলক এদিনও সামান্য কমল দৈনিক আক্রান্তের সংখ্যা৷ তবে সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্ত ৪ লক্ষ ৬৩ হাজার ৪৬৩ জন৷ তবে এদিনের আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি৷
একদিনে বাংলায় ৪৯ জনের মৃত্যু হয়েছে৷ সোমবার ছিল ৪৭ জন৷ তুলনামূলক দৈনিক মৃতের সংখ্যাটা ফের বাড়ল বঙ্গে৷ সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৮ হাজারের বেশি৷ তথ্য অনুযায়ী,৮,১২১ জন৷
মৃত ৪৯ জনের মধ্যে কলকাতার ১১ জন৷ আর উত্তর ২৪ পরগণারও ১৫ জন৷ দক্ষিণ ২৪ পরগণায় ৩ জন৷ হাওড়ার ৭ জন৷ হুগলী ২ জন৷ পূর্ব বর্ধমান ১ জন৷ পশ্চিম মেদিনীপুর ৩ জন৷ বাঁকুড়া ১ জন৷ নদিয়া ১ জন৷ উত্তর দিনাজপুর ২ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ কালিম্পং ১ জন৷ দার্জিলিং ১ জন৷
রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩,৬৪৬ জন৷ সোমবার ছিল ৩,৬৮৭ জন৷ তুলনামূলক কম৷ তবুও বাংলায় এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৩০ হাজার ৪৬২ জন৷ সুস্থতার হার বেড়ে ৯২.৮৮ শতাংশ৷
অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ২৫ হাজারের নিচে নেমে এল৷ তথ্য অনুযায়ী,২৪ হাজার ৮৮০ জন৷ সোমবার ছিল ২৫ হাজার ৩০ জন৷ তুলনামূলক ১৫০ জন কম৷
এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে ৫৬ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী ৫৬ লক্ষ ৯ হাজার ৮৯৩ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৬২,৩৩২ জন৷ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৪৪ হাজার ৫৬২ টি৷
এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯৫ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷
বর্তমানে ১০১ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ৪৪ টি হাসপাতাল ও ৫৭ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ১৩,৫০৮ টি৷ আইসিইউ শয্যা রয়েছে ১,৮০৯টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ১০৯০টি৷