করোনাকে বাপি বাড়ি যা সৌরভের, সাড়ে চার মাসে কতবার কোভিড পরীক্ষা, তথ্য জানালেন মহারাজ
কোভিড কালে আইপিএল আয়োজনে চ্যালেঞ্জ গ্রহণ করে লেটার মার্কস নিয়ে পাশ করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। একসময় লিগ হওয়া নিয়েই উদ্বেগ ছিল, অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়। সেখান থেকেই বিদেশের মাটিতে সফলভাবে আইপিএল আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন সৌরভ। নিজে মাঠে থেকে আইপিএল ম্যাচ করিয়েছেন বিসিসিআই সভাপতি।

কতবার কোভিড পরীক্ষা জানালেন সৌরভ
সেক্ষেত্রে শেষ সাড়ে চার মাসে আইপিএলের জন্য দেশে থেকে বিদেশ ছুটতে হয়েছে। শুধু তাই নয় মরুশহরে পৌঁছে জৈব সুরক্ষায় মধ্যেও থাকতে হয়েছে। সব মিলিয়ে দীর্ঘ এই সময়ের মধ্যে একাধিকবার কোভিড পরীক্ষার মুখে পড়তে হয়েছে সৌরভকে। সেই নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন মহারাজ।

সাড়ে চার মাসে কত বার কোভিড পরীক্ষা, কী বললেন বিসিসিআই সভাপতি
মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় সৌরভ এখনও পর্যন্ত তাঁর কতবার কোভিড পরীক্ষা হয়েছে সেই তথ্য খোলসা করেছেন। অতিমারি কালে শেষ সাড়ে চার মাসে সব মিলিয়ে ২২ বার তাঁর কোভিড পরীক্ষা হয়েছে বলে সৌরভ জানান।

উদ্বেগে ছিলেন সৌরভ
সঙ্গে সৌরভ জুড়েছেন, 'বোর্ডের কাজের জন্য দেশ বিদেশ ঘুরতে হয়েছে। ফলে শেষ সাড়ে চার মাসে সবমিলিয়ে ২২ বার কোভিড পরীক্ষা করাতে হয়েছে। যখনই পরীক্ষা করতে হয়েছে বেশ চিন্তা হত। আমার পরিবারের এক সদস্যের করোনা ধরা পড়েছিল। সেই নিয়েও চিন্তায় ছিলাম।'

সব মিলিয়ে আইপিএলে করোনা পরীক্ষার সংখ্যা
শুধু তাই নয় আইপিএল আয়োজনের জন্যে সব মিলিয়ে জৈব সুরক্ষায় থাকা ৪০০ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে সৌরভ জানিয়েছেন। দেশের মাটি থেকে উড়ে যাওয়া টু আইপিএলের শেষ পর্যন্ত জৈব সুরক্ষার দুই থেকে আড়াই মাসের সময়কালে সব মিলিয়ে মোট ৩০ থেকে ৪০ হাজার কোভিড টেস্ট করা হয়েছে বলে মহারাজ জুড়েছেন। স্বাস্থ্যের সঙ্গে কোনও সমঝোতা নয়, আইপিএলের জন্যে কোভিড টেস্টের পরিসংখ্যান তুলে ধরে সেই বার্তাই দিলেন সৌরভ।