• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ঘূর্ণিঝড় 'নিভার' তেড়ে আসছে দক্ষিণের রাজ্যের দিকে! একনজরে সাইক্লোনের অবস্থান দেখে নেওয়া যাক

সাইক্লোন 'নিভার' এর বিধ্বংসী রূপ দেখা এখন সময়ের অপেক্ষা দক্ষিণের রাজ্যগুলির কাছে। তামিলনাড়ু, ও পুদুচেরিতে সবচেয়ে বেশি বীভৎসতা নিয়ে নিভারের ঝাঁপিয়ে পড়ার কথা। এমন এক পরিস্থিতিতে নিভারের অবস্থান একনজরে দেখা যাক।

 ঘূর্ণিঝড় 'নিভার'এর অবস্থান কোথায়?

ঘূর্ণিঝড় 'নিভার'এর অবস্থান কোথায়?

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় 'নিভার' দুপুর ৩ টে নাগাদ বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে। পুদুচেরি থেকে তা আপাতত ৪১০ কিলোমিটারগ দূরে রয়েছে। এই সাইক্লোনের প্রভাবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত দক্ষিণ ভারতের একাধিক জায়গায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চেন্নাই থেকে কতদূরে নিভার

চেন্নাই থেকে কতদূরে নিভার

এদিকে, দুপুর ২ টো বাগাদ আইএমডি জানায় চেন্নাই থেকে দুপুরের দিকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ পূর্বে দূরে রয়েছে নিভার। আগামী ২৪ ঘণ্টায় প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেতেবে এটি। এরপর আগামী ১২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ থেকে উত্তর পশ্চিম দিকে এগিয়ে সংহার রূপ নেবে।

সাইক্লোনের বিধ্বংসী রূপ ২৫ নভেম্বর বিকেলে!

সাইক্লোনের বিধ্বংসী রূপ ২৫ নভেম্বর বিকেলে!

আইএমডির তরফে জানানো হয়েছে এই সাইক্লোনের বিধ্বংসী রূপ ২৫ নভেম্বর বিকেলে দেখা যাবে। সেই সময় কারাইকানাল ও মামাল্লাপুরমের মাঝখান দিয়ে তামিলনাড়ু, পুদুচেরি পার করবে সাইক্লোন নিভার।

 আগামী ২৪ ঘণ্টার মধ্যে ল্যান্ডফল!

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ল্যান্ডফল!

চেন্নাইয়ে এদিন সকাল থেকে প্রবল বৃ্ষ্টিপাত শুরু হয়েছে প্রাক-নিভার আবহাওয়ায়। জানা গিয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়ের বিধ্বংসী ল্যান্ডফল হবে। একদিকে করোনার মহামারী, তার ওপর এই ঝড়ের আশঙ্কা, অনেককেই আম্ফানের পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে।

সাইক্লোন 'নিভার' নিয়ে মোদীর আশ্বাসবাণী! ঝড়ের সংহার ঠেকাতে কোন কোন পদক্ষেপ

English summary
Cyclone Nivar's location update, where is the strom now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X