আইএসএলের টানে কেন অস্ট্রেলিয় লিগ ছাড়ছেন ফুটবলাররা, জেনে নেওয়া যাক কারণ
গত মরসুম দুই, এবার ১০। আইএসএলের জন্য অস্ট্রেলিয় লিগ ছেড়ে আসা ফুটবলারের সংখ্যা বেড়েই চলেছে। করোনা ভাাইরসের ব্যাপক প্রভাবই যে এই পরিস্থিতি পরিবর্তনের অন্যতম কারণ, তা আর বলার অপেক্ষা রাখে না। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়াটা বিশেষ ভাবেই প্রয়োজন।

এবারের আইএসএলে ১০
আইএসএলের গত মরসুমে অস্ট্রেলিয় লিগ থেকে ভারতে খেলতে এসেছিলেন মাত্র দুই জন ফুটবলার। টুর্নামেন্টের এবারের সংস্করণে ১১টি দলের ১০ জন ফুটবলার এ-লিগ ছেড়ে ভারতে এসেছেন বলে খবর।

অস্ট্রেলিয়ান তবে এ-লিগ খেলেছেন
অস্ট্রেলিয় না হয়েও এ-লিগের অংশ বেশকিছু বিদেশি ফুটবলার এবার আইএসএল খেলছেন। গত মরসুমে সিডনি এফসি হয়ে সবচেয়ে বেশি গোল করা ব্রিটিশ স্ট্রাইকার অ্যাডাম ডে ফোনড্রে এবার আইএসএল খেলতে ভারতে এসেছেন। জার্মান ডিফেন্ডার মাটি স্টেইনম্যান এবং ওয়েলসের অ্যারন হোলোওয়ে এবার ইন্ডিয়ান সুপার লিগ খেলছেন। এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার গত মরসুমে এ-লিগের অন্যতম দল ব্রিসবোন রোরের প্রশিক্ষক ছিলেন।

এ-লিগ থেকে আইএসএলে আসার প্রধান কারণ
করোনা ভাইরাসের জেরে অস্ট্রেলিয়ায় জৌলুস এবং জনপ্রিয়তা হারিয়েছে এ-লিগ। অতিমারী পরিস্থিতিতে ২০০৫ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হতে অস্বীকার করেছে সম্প্রচার সংস্থা ফক্স স্পোর্টস। ফলে আর্থিক ঘাটতির সম্মুখীন হয়েছে এ-লিগ। এই পরিস্থিতিতে বড় আকারে শুরু হওয়া আইএসএল-ই ফুটবলারদের কাছে লোভনীয় মনে হয়েছে।

এ-লিগের অনিশ্চয়তা
করোনা ভাইরাসের আবহে অস্ট্রেলিয়ায় আদৌ এ-লিগ চালু হবে কিনা, তা নিয় ধোঁয়াশা তৈরি হয়েছে। ফলে সেখানকার ফুটবলাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে খবর পাওয়া গিয়েছে। এই অবস্থায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফুটবলারদের ভরসা জোগাচ্ছে।
আইএসএল ডার্বি: এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোন জার্সিতে মাঠে নামবে এটিকে-মোহনবাগান