'আসাদউদ্দিনকে দেওয়া প্রতিটি ভোট ভারত বিরোধী'! তেজস্বীর বার্তায় বিজেপির কোন স্ট্র্যাটেজি স্পষ্ট
বিহার বিধানসভা নির্বাচন মিটতেই গোটা দেশের ফোকাসে আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম (মিম)। মিম এবার লক্ষ্য বাংলা। তবে তারও আগে হোমটার্ফে অ্যাসিড টেস্টের মুখে আসাদউদ্দিনের মিম। আর এমন এক প্রেক্ষাপটে বিজেপি চড়াতে শুরু করল কণ্ঠ।

তেজস্বীর বার্তা ও নির্বাচনে মিম
আসাদউদ্দিন ও তাঁর ভাই 'ভারতে ভাঙনের রাজনীতি করছে। তাঁরা সাম্প্রদায়িক রাজনীতি করছে' বলে জোরদার বক্তব্য রাখেন বিজেপির যুব সাংসদ তেজস্বী সূর্য। তিনি এদিন হায়দরাবাদে পারদ চড়িয়ে বলেন, রোহিঙ্গাদের দেশে আসতে শুধু সাহায্য করছেন আসাদউদ্দিনরা। তাঁরা উন্নয়নকে ঢুকতে দিচ্ছেন না।

'আসাদউদ্দিনের পক্ষে পড়া প্রতিটি ভোট ভারত বিরোধী'
এদিন তেজস্বী সূর্য বিজেপির কট্টরপন্থার মেজাজ নিয়ে হায়দরাবাদে আসাদউদ্দিনের ঘরের মাঠে কার্যত পর পর শক্তিশেল দাগেন। বিজেপির এই তরুণ তুর্কী দাবি করেন, 'একটি ভোটও আসাদউদ্দিনের পক্ষে যাওয়া মানে তা ভারত বিরোধী ভোট। যা ভারতের পক্ষে তার বিরোধী ভোট'। এরপরই জিন্নাহর প্রসঙ্গ তুলে পারদ চড়াতে থাকেন।

'জিন্নার ভাষা বলেন আসাদউদ্দিন'
আসাদউদ্দিন ও তাঁর ভাই আকরবরউদ্দিনকে নিয়ে এদিন পারদ চড়িয়ে দেন তেজস্বী সূর্য। তিনি বলেন, ' তিনি (আসাদউদ্দিন) যে ইসলামপন্থার কথা বলেন, তা বিচ্ছিন্নতাবাদী, তা উগ্রবাদী। যে ভাষা মহম্মদ আলি জিন্নাহ বলেছিলেন , সেই ভাষা তাঁরা বলেন। ওয়েইসি ভাইজের ভাঙনের রাজনীতির পক্ষে সমস্ত ভারতবাসীর দাঁড়ানো উচিত ।'

মিম ইস্যুতে বিজেপি ও ভোট যুদ্ধ
প্রসঙ্গত, বাংলার ভোটের আগে তেলাঙ্গানায় হায়দরাবাদ পুরভোট বাকি রয়েছে। সেই ভোটে বিজেপির সামনে ভোট লড়াইয়ে অন্য এক ফ্যাক্টর ওয়েইসির মিম। ফলে এবার এক ডিলে দুই পাখি মারার স্ট্র্যাটেজিতে বিজেপি। ওয়াকিবারল মহলের মতে, সেই কারণেই প্রখর মিম বিরোধিতা শুরু করেছে বিজেপি। যাতে কট্টরবিজপি বিরোধী ভোট সরাসরি মিমের খাতে পড়ে টিআরএস (হায়দরাবাদে), তৃণমূল সহ বিরোধীদের রোখা যায়। আর কট্টর মিম বিরোধী ভোট সোজাসুজি চলে আসে বিজেপির ঝুলিতে।

মিম , বাংলা ও বিজেপির ভোট
মূলত, হায়দরাবাদে মিম নিজের ঘরের মাঠে কীভাবে খেলছে, সেদিকে গোটা দেশের নজর থাকবে। তারপরই বাংলার ভোট। যেখানে মিমকে বিজেপির বি টিম বলে আখ্যা দিতে শুরু করেছে বিজেপি বিরোধীরা। এদিকে, দিলীপ ঘোষ সোজাসুজিই দাবি করেছেন যে মুসলিম ভোটব্যাঙ্ক সেভাবে বিজেপির নেই। ফলে বাংলায় মুসলিম ভোটব্যাঙ্ককে সরাসরি একমুখী করার ক্ষেত্রে বিজেপির হাতিয়ার হয়ে উঠছে মিম। যাতে বিজেপি বিরোধী মুসলিম ভোট সোজা মিমের খাতায় গিয়ে, তৃণমূল, কংগ্রেস, বামেদের যাত্রা ভঙ্গ হয়, তার সর্বোত চেষ্টা করছে বিজেপি। অন্য়দিকে, তেলাঙ্গানায় হায়দরাবাদের পুর ভোটে ওল্ড সিটি বিজেপির গড়। সেখানে মিম বিজেপি বিরোধিতায় কত শতাংশ মুসলিম ভোট তুলে নিতে পারে নিজের খাতায়, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।