দীর্ঘ লড়াইয়ের অবসান, প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ
প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে এদিনই জানানো হয়েছিল চিকিৎসকদের তরফে। শেষ বুলেটিনে চিকিৎসকদের তরফে জানানো হয়েছিল, খুবই সংকটজনক অবস্থা রয়েছেন এই নেতা। শেষ পর্যন্ত কিছুক্ষণ আগে তাঁর মৃত্যুর খবর জানা গিয়েছে।

হাসপাতাল তরফে জানানো হয়েছে, মাল্টি অর্গান ফেলিওরের কারণে তরুণ গগৈকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল৷ এর আগে রবিবার ডায়ালিসিস হয়৷ তাঁর রক্তচাপ ওঠা-নামা করছিল৷ শ্বাসপ্রশ্বাস কৃত্রিমভাবে যন্ত্রের সাহায্যে চলছিল শেষ সময়ে৷
আশি ঊর্ধ্ব প্রবীণ কংগ্রেস নেতা চলতি মাসের ২ তারিখে কোরোনা পরবর্তী শারীরিক সমস্যা নিয়ে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হন৷ হাসপাতালের সুপারিনটেনডেন্ট অভিজিৎ শর্মা জানান, ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল প্রতি মুহূর্তে তাঁর পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছিলেন। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা চালিয়েও অবশ্য শেষ রক্ষা করতে পারেননি।
অগাস্টের ২৫ তারিখে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ পরের দিনই হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে৷ তারপর দীর্ঘ দু'মাস তিনি চিকিৎসাধীন ছিলেন৷ ২৫ অক্টোবর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন৷ কিন্তু, ফের কিছু সমস্যা দেখা দেওয়ায় এ মাসের শুরুতে হাসপাতালে ভরতি করা হয় তাঁকে৷