সোনার দাম অগ্রহায়ণে বিয়ের মরশুমে কোনদিকে! কলকাতা, দিল্লি, মুম্বইয়ের দর একনজরে
অগ্রহায়ণ মাসে এবার বিয়ের মরশুমের পালা শুরু! বছরের শীতকালের দিকেই সাধারণত বিয়ের মরশুম চাঙ্গা হয়। এমন এক পরিস্থিতিতে সোনার দাম কমতির দিকে। সোনার দাম ( gold price) এদিন কলকাতা, সহ বড় মেট্রো শহরগুলোয় কোনদিকে, দেখে নেওয়া যাক।

সোনার দাম ২৩ নভেম্বর
সোনার দাম এমসিএক্স গোল্ড ফিউচারে এদিন ৫০, ২১১ টাকা হয়েছে। ১০ গ্রামে এই পরিমাণ দাম দাঁড়িয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে কোভিড ভ্যাকসিন আসার জোর প্রস্তুতি শুরু হওয়াতে সোনার বাজারে চাঞ্চল্য লক্ষয করা যাচ্ছে। এদিন সপ্তাহের হিসাবে প্রতি ১০ গ্রামে ৭০০ টাকা কমেছে সোনার দাম।

রুপোর দাম
রুপোর দাম এদিন ১ কেজিতে ৬২, ০৬০ টাকা হয়েছে। রুপোর দাম এদিন এমসিএক্স সূচকে ০.১৬ শতাংশ কমেছে।

কলকাতায় সোনার দাম
বিয়ের মরশুমে সোনার দাম এদিন ২৩ নভেম্বর কলকাতায় দঁড়িয়েছে ২২ ক্যারেটে ৫০, ০৬০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫২, ৪৬০ টাকা। কল্লোলিনী তিলোত্তমায় উৎসবের মরশুমে এই দামের পতন খানিকটা হলেও গহনা বিক্রয়ে প্রভাব ফেলছে।

দিল্লি, মুম্বইতে সোনার দাম ২৩ নভেম্বর
২৩ নভেম্বর দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯, ১৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫৩, ৬১০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯, ৯৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫৩৬১০ টাকা। চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭, ৫২০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫১, ৮৪০ টাকা।
(তথ্যসূত্র -গুড রিটার্নস)
কর্মীদের আগেই আম জনতার দুয়ারে মমতা, আদিবাসী বাড়ির উঠোনে বসে জনসংযোগ নেত্রীর