আমেরিকা, রাশিয়ার সামনে নাগরোটা নিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিল দিল্লি! চড়ল পারদ
নাগরোটা ইস্যুতে একচুল জমি ছেড়ে কথা বলছে না ভারত। গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের বুকে নাগরোটায় ৪ জইশ জঙ্গির এনকাউন্টার হয়। সেই জঙ্গিরা কীভাবে পাকিস্তান থেকে পালিয়ে দেশে আসে, কাশ্মীরে পাকিস্তানের সন্ত্রাসের জাল নিয়ে দিল্লি একাধিক দেশের দূতদের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দেয়।

নাগরোটা নিয়ে দিল্লির চাল
নাগরোটা ইস্যুতে পাকিস্তানকে বিশ্ব দরবারে সন্ত্রাস ইস্যুতে কোণঠাসা করতে আরও উদ্যত দিল্লি। এদিন ফ্রান্স, জাপান,আমেরিকা,রাশিয়া সহ একাধিক বাছাই করা দেশের দূতদের বিশেষ বৈঠকে আহ্বান জানায় দিল্লি। সেখানে তাঁদের সামনে ভারত তুলে ধরে নাগরোটা কাণ্ডের একাধিক দিক। পাকিস্তান কীভাবে সন্ত্রাসে মদত দিচ্ছে , তা বিশ্বের বহু দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরে ভারত।

সুড়ঙ্গ পথ, পাকিস্তান ও দিল্লির চাল
একাধিক দেশের দূতদের ডেকে দিল্লি দেখায়, নাগরোটা এনকাউন্টারে মৃত জঙ্গিদের কাছ থেকে কোন অস্ত্র উদ্ধার হয়েছে। সেই অস্ত্র যে পাকিস্তানের কাছ থেকে আসছে , তার প্রমাণও তুলে ধরে ভারত। কীভাবে পাকিস্তান থেকে সুড়ঙ্গ পথে জঙ্গি প্রবেশ করানো হচ্ছে ভারতে সেই বার্তাও বিদেশী প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়।

পাক বিরোধী বৈঠকে নেই চিন!
এদিনের বৈঠকে কয়েকটি বাছাই দেশের প্রতিনিধিদেরই ভারত ডেকে পাঠায়। প্রসঙ্গত, এই দেশগুলির মধ্যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ৩ টি দেশ রয়েছে। তবে এদিন পাক বিরোধী বৈঠকে চিনের প্রতিনিধিকে দেখা যায়নি বলে খবর।

এর আগে পাক প্রতিনিধিকে ডাকা হয়
এদিকে, এই পর্যায়ের পরিস্থিতির আগে দিল্লির সাউথ ব্লক ডেকে পাঠায় ভারতে অবস্থিত দায়িত্বপ্রাপ্ত পাকিস্তানের দূকে। পাক দূত আফতাব হাসান খানকে ২১ নভেম্বর ডেকে নাগরোটা নিয়ে নিজের অবস্থান সাফ করে ভারত। স্পষ্ট জানানো হয়, নিরাপত্তা নিয়ে কোনও আপোসে রাজি নয় দিল্লি।