নয়াদিল্লি: উৎসবের মরশুমে প্রিয়জনকে সোনা উপহার দিতে সবাই চান। এবার সেই উপহার দেওয়া আরও সহজ। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাঠাতে পারেন সোনা। অনলাইনে সোনা উপহার দিয়ে প্রিয়জনকে চমকে দিতে পারেন আপনি।
ডিজিটাল গোল্ডের দুনিয়ায় সোনা কেনা বা বিনিয়োগের অনেক অপশন রয়েছে। এরকমই একটি পথ হল সেফগোল্ড। সেফগোল্ডের মাধ্যমে সোনা পাঠানোর এই পদ্ধতিতে পাশে রয়েছে পেটিএম ও ফোন পের মত বিনিয়োগের প্ল্যাটফর্ম।
সেফগোল্ডের মাধ্যমে সোনা কেনা, বিক্রি ও কাউকে উপহার পাঠানোর ব্যবস্থা রয়েছে। ২৪ ক্যারাটের সোনা এখানে নিশ্চিন্তে কিনতে পারবেন আপনি। কিন্তু হোয়াটসঅ্যাপের সঙ্গে কীভাবে এই প্ল্যাটফর্ম যুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। জেনে নিন বিস্তারিত।
সেফগোল্ড অ্যাকাউন্টে প্রথমে লগ ইন করতে হবে। এরপরে ড্যাশবোর্ডের গিফট অপশনে গিয়ে ক্লিক করুন। যাঁকে সোনা উপহার দেবেন, তাঁর মোবাইল নম্বর দিন। যতটা পরিমাণ সোনা উপহার দিতে চান, তার মূল্য ও পরিমাণ দিন। যদি এই উপহারের সঙ্গে কোনও বার্তা প্রিয়জনকে দিতে চান, তবে তা লিখুন।
এরপর যাঁকে সোনা পাঠাচ্ছেন, তাঁর কাছে একটি মেসেজ যাবে। সেই মেসেজে দেওয়া সময়সীমার মধ্যে প্রাপককে তাঁর নিজের সেফগোল্ড অ্যাকাউন্টে লগইন করতে হবে।
এরপরে উপহার পাওয়া সোনার ক্লেম করতে হবে ওই প্রাপককে। ক্লেম করার সাথে সাথেই ওই সোনা পেয়ে যাবেন প্রাপক। সাধারণ মেসেজ করা ছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বার্তা পাঠানো যাবে। সেখানে একটি লিংক শেয়ার করতে পারবেন উপহারদাতা। সেই লিংকে ক্লিক করলেও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন প্রাপক।
তবে একটি বিষয় জেনে রাখা যিনি সেফগোল্ডের মাধ্যমে উপহার পাঠাচ্ছেন, তাঁকে উপহার পাঠানোর আগে কিছু সোনা কিনতে হবে। তবেই উপহার পাঠানোর অপশন পাবেন তিনি। আরও একটি বিষয় মনে রাখা দরকার, সোনার উপহারদাতা নিজেকে উপহার দিতে পারবেন না।