• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

করোনার সক্রিয় রোগী কমে ২৫ হাজার, তবে উদ্বেগ বাড়িয়ে কমছে টেস্টিংয়ের সংখ্যা

বাংলায় করোনা ভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৫ হাজার। বেড়েছে করোনা সুস্থতার হারও। আবার খানিক কমেছে করোনা সংক্রমণ। এই পরিসংখ্যানে স্বস্তি মিললেও, টেস্টিং কমায় উদ্বেগ বাড়ছে বাংলায়। দৈনিক সংক্রমণের সঙ্গে দৈনিক সুস্থতার ব্যবধান কমেছে। করোনা সুস্থতার হার বেড়ে ৯২.৮০ শতাংশ হয়েছে।

করোনার সক্রিয় রোগী কমে ২৫ হাজার, কমছে টেস্টিংয়ের সংখ্যা

Positive Story : ২৩ শে নভেম্বর কোভিড ১৯ আপডেট : রাজ্যে নতুন করে সুস্থের সংখ্যা বাড়ল ৩৭২৬

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৫৫৭ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৪ লক্ষ ৫৬ হাজার ৩৬১ জন। এদিন ৩৫৫৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৯১৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮০৭২। এদিন মৃত্যু হয়েছে ৪৭ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৪ লক্ষ ৫৯ হাজার ৯১৮ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৫ হাজার ০৩০ জন। এদিন ১৭৭ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৩৫৫৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩৬৮৭ জন। মোট করোনা মুক্ত হলেন ৪ লক্ষ ২৬ হাজার ৮১৬ জন। সুস্থতার রেট হয়েছে ৯২.৮০ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৫৫ লক্ষ ৬৫ হাজার ৩৩১ জনের। ৯৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৬১৮৩৭। এদিন টেস্টিং হয়েছে ৪২৩৬৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.২৬ শতাংশ।

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১০০৭৫৬। এদিন ৮৪৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৯৫০৭৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮০৩ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। হাওড়াকে টপকে দক্ষিণ ২৪ পরগনা এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২৬০ জন বেড়ে হয়েছে ৩০৩১৫। হাওড়ায় আক্রান্ত ২৯৯৯৪। এদিন আক্রান্ত হয়েছেন ১৭২ জন। হুগলিতে ১৯৩ জন বেড়ে আক্রান্ত ২৩৭৩৫ জন।

English summary
Coronavirus active case is now just 25 thousands in West Bengal. Corona discharge rate increased over 92.80 percent.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X