'ঠোঁট আর জিভের চিকিৎসা করান', দিলীপকে বিঁধলেন জ্যোতিপ্রিয় মল্লিক
ফের জ্যোতিপ্রিয় ভার্সেস দিলীপ ঘোষ। ভাইফোঁটার দিন সকালে বারাসকে গিয়ে একের পর এক শাসক দলের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সেই নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকও পাল্টা আক্রমণ শানিয়েছিলেন। সোমবার আবারও দিলীপকে আক্রমণ করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন ঠোঁট আর জিভের চিকিৎসা করান তিনি। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে জ্যোতিপ্রিয়কে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেছিলেন, যেখানে জ্যোতিপ্রিয় দাঁড়াবেন সেখানেই হারাবেন তাঁকে।

দিলীপকে আক্রমণ জ্যোতিপ্রিয়র
বিজেপির রাজ্য সভাপতিকে তীব্র আক্রমণে বিঁধলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপির রাজ্য সভাপতিকে ঠোঁট ও জিভের চিিকৎসা করাতে বলেছেন তিনি। কীভাবে ঠোঁট ও জিভের চিকিৎসা করা যায় সেটা জানতে বলেছেন তিনি। দিলীপ ঘোষকে ঠোঁট ও জিভ আটকানোর পরামর্শ দিয়েছেন জ্যোতিপ্রিয়।

অর্জুনকে আক্রমণ জ্যোতিপ্রিয়র
শুধু দিলীপ ঘোষকে আক্রমণ করেননি তৃণমূল কংগ্রেস নেতা। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকেও আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন, অখাদ্য-কুখাদ্য খেয়ে ভুল বকছেন ব্যারাকপুরের সাংসদ। থ্রি ফোর পাস ছেলেমেয়েদের মতো কথা বলছেন তিনি। এর আগে অর্জুন সিং বলেছিলেন তৃণমূলের ৫ সাংসদ বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছে। তাই নিয়ে তুমুল আলোড়ন শুরু হয়েছিল শাসক দলের শিবিরে।

তৃণমূলকে কটাক্ষ দিলীপের
জ্যোতিপ্রিয়র গড়ে গিয়েই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, যেখানে দাঁড়াবেন সেখানেই হারানো হবে। এমনকী তৃণমূলে যাঁরা থাকতে পারছেন না তাঁরা বিজেপিতে চলে আসুন বলে একাধিকবার আহ্বান জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। বিশেষ করে শুভেন্দু কাণ্ডের পর আরও বেশি করে দলবদলের তরজা শুরু হয়েছে।

অর্জুনের দাবি
তৃণমূলের ৫ সাংসদ বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছেন বলে ছটপুজোর দিন সকালে দাবি করেছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। সেই তালিকায় তিনি সৌগত রায়ের নামও করেছিলেন। শুভেন্দু বিজেপিতে যোদ দিলে সরকার পড়ে যাবে বলে পাল্টা আক্রমণ শানিয়েছিলেন অর্জুন সিং। তৃণমূল কংগ্রেস শুভেন্দুকে ধরে রাখতে পারবে না বলে চ্যালেঞ্জ জানিয়েছেন অর্জুন।
বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারীকে নিয়ে কোন ইঙ্গিত