• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শীতের আমেজের মাঝেই বঙ্গোপসাগরে নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! আছড়ে পড়বে ২৪ ঘণ্টার মধ্যেই

রবিবার রাত থেকেই শীতের আমেজ দক্ষিণবঙ্গে। শনিবার ভোররাত থেকে শহর ও শহরতলির বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়। পরে রবিবার রাতেই তাপমাত্রা নামতে শুরু করে দক্ষিণ বঙ্গে। এরই মাঝে এবার জানা গিয়েছে যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি গভীর নিম্নচাপ। যার জেরে তৈরি হচ্ছে এক ঘূর্ণিঝড়, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ভারতের পূর্ব উপকূলের দিকে।

বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ

বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ

আবহাওয়া দফতর জানিয়েছে যে বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে শুরু করেছে। এটি ভারতের পূর্ব এবং দক্ষিণ-পূর্ব উপকূলে আছড়ে পড়তে পারে। আপাতত নিম্নচাপটি ধেয়ে যাচ্ছে তামিলনাড়ু ও পুদুচেরির দিকে। আগামী ২৪ ঘণ্টাতেই তা আঘাত আনতে পারে বলে জানিয়ে আবাহাওয়া দফতর।

ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে নিম্নচাপ

ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে নিম্নচাপ

আইএমডির আবহাওয়াবিদ এস বালচন্দ্রণ এই বিষয়ে বলেন, 'বঙ্গোপসাগরে আমরা এক গভীর নিম্নচাপ চিহ্নিত করেছি। আমাদের আশঙ্কা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। এটির গতিপথ বিশ্লেষণ করে আমাদের অনুমান, এটি তামিলনাড়ু এবং পুদুচেরির দিকে এগিয়ে যাবে।'

কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়?

কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়?

এস বালচন্দ্রণ আরও জানিয়েছেন যে খুব সম্ভবত ২৫ নভেম্বরের বিকালে এই ঘূর্ণিঝড় তামিলনাড়ুর কারাইকাল এবং মাল্লাপুরমের মাঝামাঝি একটি স্থানে আঘাত হানবে। এর জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানান তিনি। তবে এই ঘূর্ণিঝড় গতিপথ পরিবর্তন করে ওড়িশা বা বাংলার দিকে আসতে পারে কি না, তা নিয়ে স্পষ্ট কোনও কিছু জানাতে পারেননি তিনি।

পশ্চিম উপকূলে সুখবর

পশ্চিম উপকূলে সুখবর

এদিকে আবাহওয়া দফতর এদিন জানায়, আরব সাগরে তৈরি হওয়া 'অতি শক্তিশালী' ঘূর্ণিঝড় 'গতি' ক্রমেই আরও পশ্চিমে চলে যাচ্ছে। এটি ক্রমেই সোমালিয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে আগামী ৪৮ ঘণ্টায় দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানে ও উত্তরপ্রদেশের কিছু অংশে শৈত্যপ্রবাহের সর্তকতা দিয়েছে মৌসম ভবন।

বঙ্গের আবহাওয়া

বঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতাসহ গোটা রাজ্যে সোমবার থেকে বুধবারের মধ্যে বেশ খানিকটা নামবে তাপমাত্রা। জেলায় প্রায় ১৫ ডিগ্রি বা তারও বেশি তাপমাত্রা কমতে পারে। রাজ্যজুড়ে বাড়বে শীতের আমেজ। শুক্রবারের পর ফের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নিজের নাক কেটে মমতার যাত্রাভঙ্গ ওয়েইসির? বাংলায় বিজেপির 'ভোট ব্যাঙ্কে ডিপোজিট' শুরু!

English summary
Low pressure over Bay of Bengal, a cyclonic storm is expected to hit Tamil Nadu in next 24 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X