আইএসএল ২০২০: প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে জ্বলে উঠলেন ব্রাজিলিয়ান, প্রথমার্ধ শেষে স্কোর কী
আইএসএল ২০২০তে অভিযান শুরুর ম্যাচে প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে জ্বলে উঠলেন অ্যারিডানে সানতানা। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার ২০১৯ সালে ভারতীয় ফুটবলে পা রেখে প্রথম মরসুম ওড়িশায় খেলেন। দ্বিতীয় মরসুমে এবছর এবার হায়দরাবাদ এফসিতে খেলছেন অ্যারিডানে।

আর প্রথম ম্যাচেই পোনাল্টি থেকে গোল করলেন অ্যারিডানে। ৩৪ মিনিটে পেনাল্টিতে গোল করার পাশাপাশি ৪৩ মিনিটে বক্সের বাইরে থেকে বিপদ তৈরি করেন ব্রাজিলিয়ান। তবে গোল আসেনি।
ম্যাচের ৩৪ মিনিটে বক্সের ভিতর ওড়িশা অধিনায়ক স্টিভেন টেলার, হায়দরাবাদের হালিচরণ নার্সারির শট ক্লিয়ার করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন। বল ক্লিয়ার করতে গিয়ে স্লাইড করেন তিনি। তবে দুর্ভাগ্যজনকভাবে বল হাতে লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত জানান।
সেই পেনাল্টি থেকেই অ্যারিডানো গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেন। প্রথমার্ধ শেষে ওড়িশার বিরুদ্ধে ১-০ এগিয়ে হায়দরাবাদ। পেনাল্টিতে গোল হজম করলেও প্রথমার্ধে তিনটি দারুণ সেভ করে ওড়িশার গোলকিপার আর্শদীপ সিং নজর কেড়েছেন। প্রথমার্ধে ওড়িশার থেকে হায়দরাবাদের আক্রমণ অনেক বেশি সংঘবদ্ধ ছিল। যোগ্য দল হিসেবেই প্রথমার্ধে ১-০ এগিয়ে থেকে হায়দরাবাদ মাঠ ছাড়ে।
প্রসঙ্গত শেষবার ওড়িশা দল পয়েন্ট টেবিলে ৬ নম্বরে শেষ করেছিল। ফলে এবার তাঁদের দলে এবছর বড় পরিবর্তন রয়েছে। ইংলিশ ফুটবলে খেলার সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে ওয়েইন রুনি,দ্রোগবা থেকে জেরার্ডদের সামলানো স্টিভেন টেলারকে নেওয়া হয়েছে। ব্রিটিশ এই ডিফেন্ডার দীর্ঘ ১৩ বছর প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসেলে খেলেছেন। নিউক্যাসেলের হয়ে ২১৫ ম্যাচ টি ম্যাচ খেলা ফুটবলার স্টিভেন টেলারকে অধিনায়ক করেছে ওড়িশা। দ্বিতীয়ার্ধে দল প্রত্যাঘাত দিয়ে ম্যাচে ফিরতে পারে কিনা, সেটাই এখন দেখার।