আইএসএল মুখোমুখি দুই প্রধান, কলকাতা ডার্বি নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক
ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে টুর্নামেন্টের তিনটি ম্যাচ হয়েও গিয়েছে। তবে সেসব নিয়ে খুব বেশি মাথাব্যাথা নেই এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান সমর্থকদের। কারণ তাঁদের নজর এখন ২৭ নভেম্বর বা শুক্রবারের আইএসএল ডার্বির দিকে। তার আগে কলকাতা ডার্বি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

১) ১৯২১ সালের ৮ অগাস্ট ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে প্রথম সাক্ষাৎ হলেও খাতায় কলমে প্রথম কলকাতা ডার্বি অনুষ্ঠিত হয় ১৯২৫ সালে। কলকাতা ফুটবল লিগের ম্যাচে সবুজ-মেরুনকে ১-০ গোলে হারিয়েছিল লাল-হলুদ। গোল করেছিলেন নেপাল চক্রবর্তী।
২) ১৯৬৭ সালের ১৬ ডিসেম্বর রোভার্স কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে ১০০তম ডার্বি অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচ ২-০ গোলে জিতেছিল লাল-হলুদ। ১৯৯৩ সালে এয়ারলাইনস কাপের ফাইনালে ২০০তম মুখোমুখি মোকাবিলায় ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়েছিল মোহনবাগান। ২০১২ সালের ৮ জানুয়ারি ৩০০তম কলকাতা ডার্বি অনুষ্ঠিত হয়েছিল। ২-০ গোল জয় হাসিল করেছিলেন মেরিনার্সরা।
৩) কলকাতা ডার্বিতে সবচেয়ে বড় ব্যবধানে জয় রয়েছে ইস্টবেঙ্গলের ঝুলিতে। ১৯৭৫ সালের আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগানকে ৫-০ গোলে হারিয়েছিল লাল-হলুদ।
৪) ১৯৮০ সালের ১৬ অগাস্ট কলকাতার ইডেন গার্ডেন্সে দুই দল মুখোমুখি হয়েছিল। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে পদপিষ্ঠ হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছিল।
৫) ১৯৯৭ সালের ফেডারেশন কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। সেদিন যুবভারতীয় স্টেডিয়ামে খেলা দেখতে ১ লক্ষ ৩১ হাজার মানুষ হাজির হয়েছিলেন। বাইচুং ভুটিয়ার হ্যাটট্রিকের সৌজন্যে সেই ম্যাচ ৪-১ গোলে জিতেছিল লাল-হলুদ।
৬) কলকাতা ডার্বিতে সবচেয়ে বেশি গোল করেছেন কিংবদন্তি বাইচুং ভুটিয়া। ইস্টবেঙ্গলের জার্সিতে ১৩টি ও মোহনবাগানের হয়ে ৬টি গোল করেছেন পাহাড়ি বিছে।