আইএসএলে জামশেদপুরের মুখোমুখি চেন্নাইয়ান, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান, সম্ভাব্য প্রথম একাদশ
মঙ্গলবার সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হবে চেন্নাইয়ান এফসি। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। শেষ হাসি কোন দল হাসে, তা তো সময় বলবে। তার আগে মুখোমুখি সাক্ষাতে দুই দলের ফলাফল দেখে নেওয়া যাক। মঙ্গলবার কেমন দল নিয়ে মাঠে নামতে চলেছে জামশেদপুর এফসি ও চেন্নাইয়ান এফসি, তা জেনে নেওয়া যাক।

দুই দলের মুখোমুখি সাক্ষাৎ
ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলে এখনও পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। এক বার জিতেছে জামশেদপুর এফসি। দুই বার জয় হাসিল করেছে চেন্নাইয়ান এফসি। দুই দলের মধ্যে তিন বার ম্যাচ ড্র হয়।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
জামশেদপুর এফসি : টিপি রেহেনেশ (গোলরক্ষক), লালডিনলিহানা রেন্থলি, পিটার হার্টলে, স্টিফেন এজে, রিকি লালউমওউমা, আইতোর মোনরয়, অমরজিৎ সিং কিয়াম, জ্যাকিচন্দ সিং, ইসাক ভানমালসাউমা, অ্যালেক্স লিমা, নেরিজুস ভালসকিস।
চেন্নাইয়ান এফসি : বিশাল কাইত (গোলরক্ষক), রিগান সিং, এলি সাবিয়া, এনেস সিপোভিচ, জেরি লালরিনজুয়ালা, এডউইন সিডনি ভানসপল, অনিরুদ্ধ থাপা, এসমাইল গলজালভেস, ক্রিভেলারো, লালিয়ানজুয়ালা ছাংতে, জ্যাকুব সিলভেসট্র।

দল সাজানো হবে কীভাবে
এখনও পর্যন্ত যা খবর, মঙ্গলবার ৪-২-৩-১ ছকে মাঠে দল নামাতে চলেছে জামশেদপুর এফসি। একই ছকে গুরুত্বপূর্ণ মোকাবিলায় নামবে চেন্নাইয়ান এফসি।

কোথায় এবং কখন ম্যাচ
গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ান এফসি-র মুখোমুখি হবে জামশেদপুর এফসি। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার নেটওয়ার্কে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। ডিজনি-হটস্টার এবং জিও টিভি-তে ম্যাচে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ফুটবল প্রেমীরা।