• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অনলাইনে লেনদেনে সাবধান! ২০২১ নিয়ে বড় আশঙ্কার কথা উঠে এল সাম্প্রতিক সমীক্ষায়

  • |

যখন তখন প্রয়োজন পড়লে, সঙ্গে নগদ না থালেই, অনলাইনে অনেকেই টাকা পয়সার লেনদেন করেন। কিন্তু এবার সেই অনলাইন লেনদেন ঘিরে বড় আশঙ্কার কথা শোনাল নামী সাইবার সিকিউরিটি সংস্থা ক্যাসপারস্কি।

অনলাইনে লেনদেনে সাবধান! ২০২১ নিয়ে বড় আশঙ্কার কথা উঠে এল সাম্প্রতিক সমীক্ষায়

সংস্থার সাম্প্রতিক গবেষণা বলছে, ২০২০ সালে ইউপিআই সংক্রান্ত একাধিক অপরাধ সাইবার ক্রাইমের আওতায় এসেছে। এরপর ২০২১ সালেও সাইবার ক্রাইম প্রবল পরিমাণে বাড়তে থাকবে। সংস্থা বলছে, যত বেশি ডিজিটাল পেমেন্ট হবে, তত বাড়বে এমন সম্ভাবনা। গুগল পে, পেটিএমের পর এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও টাকা লেনদেন হচ্ছে। যার হাত ধরে উদ্বেগ আরও বাড়ছে।

শুধু আর্থিক তথ্য নয়, সাইবার অপরাধীরা বিভিন্ন তথ্য হাতিয়ে তা বিক্রি করে অর্থ মজুতের চেষ্টায় রয়েছে। জানা যাচ্ছে জার্মানির এক তাবড় সংস্থার রিপোর্চ বলছে ১২০ মিলিয়ন ভারতীয়ের স্বাস্থ্য সম্পর্কিত বহু তথ্য সাইবার অপরাধের হাত ধরে ইন্টারনেটে চলে এসেছে।

এই ঘটনায় আরও বেশি সমস্যা বাড়িয়েছে লকডাউন। লকডাউনের পর থেকে মানুষের ডিজিটাল লেনদেনের ওপর ভরসা বেড়েছে। ছোট, মাঝারি, বড় শিল্পের ক্ষেত্রেও ডিজিটাল লেনদেন হচ্ছে। যা রীতিমতো বিপাকে ফেলতে পারে বহু সংস্থাকে। এমনই মত ক্যাসপারস্কির। সন্দেহের তালিকায় নেটওয়াকার,মেজ,নেইফিলমি সংস্থাগুলি।

কলকাতাঃ শীতের সবজিই স্বস্তি দিচ্ছে মধ্যবিত্তকে, আলু ও পেঁয়াজ নাগালের বাইরেই

English summary
2021 to see More Cyber frauds in India, warns Kaspersky
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X