• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিহারে এনডিএ সরকার ফেলার চেষ্টায় তেজস্বীর আরজেডির তোড়জোর! পাখির চোখ নীতীশ

যেকোনও মূল্যে এনডিএর সরকার ফেলে দেওয়া কার্যত তেজস্বী শিবিরের কাছে বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বিহারে ভোট পরবর্তী সরকার গঠন হতেই জেডিইউ আরজেডি মূলত সম্মুখ সমরে লড়াই জারি রেখেছে। এদিকে, এদিন বিহারে এনডিএ সরকার ফেলতে আরও এক 'তাস' টেবিলে রাখল তেজস্বীর আরজেডি। এমনই তথ্য দিয়েছে দেশের এক সর্বভারতীয় সংবাদমাধ্যম।

 নীতীশকে টার্গেটে রেখে কোন দাবি?

নীতীশকে টার্গেটে রেখে কোন দাবি?

নীতীশ কুমারকে টার্গেটে রেখে তেজস্বী যাদবের আরজেডির দাবি, ২০১৫ সালের মতো করেই নীতীশ কুমারকে নিয়ে এবার বিহারে সরকার গঠনের কথা ভাবছে আরজেডি। তাদের দাবি এনডিএর হাত ছেড়ে নীতীশ কুমারের উচিত বিহারে মহাজোটে যোগ দেওয়া।

 আরজেডির তরফের আমন্ত্রণ নীতীশকে

আরজেডির তরফের আমন্ত্রণ নীতীশকে

এদিকে আরজেডি নেতা অমরনাথ গামি এদিন দলের তরফে নীতীশ কুমারের কাছে এমন আমন্ত্রণ পাঠিয়েছেন। তাঁর দাবি, বহু দলের সমন্বয়ে এনডিএর সরকার বিহারে বেশি দিন টিকতে পারবে না। ফলে সরকারের পতন যখন অনিবার্য, তখন এমন জোটের আত ছেড়ে নীতীশ কুমারের বেরিয়ে আসা উচিত।

 নির্বাচনে কারচুপির অভিযোগে সরব আরজেডি

নির্বাচনে কারচুপির অভিযোগে সরব আরজেডি

আরজেডির দাবি , বিহার বিধানসভা নির্বাচনে প্রবল কারতুপি হয়েছে। আর তা করেই এনডিএ সরকার মসনদ দখল করেছে। এমন সরকার বেশি দিন কিছুতেই টিকতে পারবে না। ফলে নীতীশ কুমারের উচিত ২০১৫ সালের মতো গোবলয়ের আরও এক বড় দল আরজেডির হাত ধরা।

বিহারে আরজেডির মহাজোট ও এনডিএর ভোট পরিসংখ্যান

বিহারে আরজেডির মহাজোট ও এনডিএর ভোট পরিসংখ্যান

২০২০ ভোটে এনডিএ ১২৬ টি আসন দখল করেছে। ২৪৩ টি আসনের মধ্যে এই সংখ্যা নিয়েই তারা সরকার গঠন করে। যারমধ্যে জেডিইউ ৪৩, , তাকে ছাপিয়ে বিজেপির ৭৪ টি, হ্যাম ৪ টি ও ভিএইচপি ৪ টি আসন দখলে রেখেছে। আরজেডি মহাজোট অন্যদিকে রুদ্ধশ্বাস লড়াই করে বিহারে ১১০ টি আসন ধরে রেখেছে। ৭৫ টি আসন আরজেডির একার। ১৯ টিতে কংগ্রেস বিমেরা ১৬ টি আসন দখল করেছে। বিহারে উল্লেখযোগ্যভাবে ৫ টি আসন দখলে রেখে এগিয়েছে ওয়েইসি মিম।

রাজ্যে গরু মন্ত্রিসভার পর এবার গৌশালা কর চালু করবে শিবরাজ সরকার

English summary
In Bihar RJD offers Nitish Kumar to Join Mahagathbandhan , stages new situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X