কাশ্মীর সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা !পাকিস্তানি অনুপ্রবেশকারীর কোন পরিণতি
নাগরোটা পরবর্তী পর্যায়ে সীমান্তে ফের উত্তেজনা। এদিন জম্মু ও কাশ্মীরের পাকিস্তান সীমান্তে আরও এক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে ফেলে বিএসএফ। জম্মু কাশ্মীরর সাম্বা সেক্টরের এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে ওই পাকিস্তানি অনুপ্রবেশকারীরে রুখতে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। ঘটনাস্থলেই ওই পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত হয়.।

জানা গিয়েছে, পাকিস্তানি ওই অনুপ্রবেশকারীর পরিচিতি এখনও জানা যায়নি। তবে বিএসঅফ এর গুলিতে সে নিহত হয়েছে বল খবর। প্রসঙ্গত, নাগরোটা এমকাউন্টারের ঘটনার তদন্তে দেখা যায়, পাকিস্তান থেকে গোপন সুড়ঙ্গ পথে ভারতের কাশ্মীর দিয়ে অনুপ্রবেশ করছে জঙ্গিরা। বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে চার জইশ জঙ্গি পাকিস্তান থেকে সীমান্ত পার হয়ে রাতের অন্ধকারে ভারতে প্রবেশ করেছিল।
জম্মু হাইওয়েতে তারা একটি ট্রাকে করে কাশ্মীরের মধ্যে ঢোকার ছকে ছিল। এমন পরিস্থিতিতে জঙ্গিদের এই অনুপ্রবেশের খবর 'টিপ' সূত্র মারফৎ ভারতীয় সেনা পেতেই, জায়গায় জায়গায় নাকা চেকিং বসিয়ে দেয়। তারপরই সন্দেহভাজনদের ট্রাক আটকাতেই, তারা গুলি চালায়,যার জবাবে ভারতীয় সেনাও গুলি চালাতে বাধ্য হয়। আর তার জেরেই ৪ জইশ জঙ্গি নিহত হয়। এরপর ফের একবার এদিনের পাকিস্তানি অনুপ্রবেশকারীর ঘটনায় সীমান্তে চাঞ্চল্য ছড়িয়েছে।