সাইক্লোন 'গতি', 'নিবার' এর সঙ্গে শৈত্যপ্রবাহের দাপট! 'কোল্ড ওয়েভ' ঘিরে নয়া সমীক্ষায় ভয়াবহ তথ্য
শিয়রে দুই পর পর সাইক্লোন! একদিকে বঙ্গোপসাগরে 'নিভার' (Nivar) অন্যদিকে আরব সাগরে 'গতি'(Gati)। এমন এক পরিস্থিতিতে দেশে শুরু হয়ে গিয়েছে শীতের দাপট। দুই সাগরে দুই সাইক্লোনের উপস্থিতির সঙ্গে সঙ্গেই দেশে শৈত্যপ্রবাহও শিরোনাম কাড়ছে। এই শৈত্যপ্রবাহ নিয়ে উঠে এসেছে এক বড়সড় সমীক্ষা।

জোড়া সাইক্লোন 'গতি', 'নিভার'
আরব সাগরে শনিবার থেকেই ফুঁসে উঠেছে সাইক্লোন গতি, অন্যদিকে বঙ্গোপসাগরে সাইক্লোন নিভার দাপট দেখাতে শুরু করে দিয়েছে। এমন এক পরিস্থিতিতে যখন অন্ধ্রপ্রদেশ সহ দক্ষিণের একাধিক এলাকায় সতর্কতা জারি হয়েছে, তখন প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারত।

শৈত্যপ্রবাহের হাড়কাঁপানো দাপট
এদিকে উত্তর ভারতের একাধিক জায়গায় প্রবল শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দিল্লিতে কার্যত শৈত্যপ্রবাহের দাপটে তাপমাত্রা কমে ৬. ৩ ডিগ্রি হয়েছে। ২০০৩ সালের পর এই প্রথমবার শৈত্যপ্রবাহের জেরে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে এতটা কমে গিয়েছে। শুধু দিল্লি নয়, শৈত্যপ্রবাহ এই শীতে আরও বেশ কিছু এলাকাকে উদ্বেগে রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের তরফে এসেছে এক সমীক্ষার রিপোর্ট।

শৈত্যপ্রবাহে সর্বাধিক মৃত্যু কোথায়?
শৈত্যপ্রবাহের দাপটে দেশে গত ৩৭ বছরে সর্বাধিক মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশ ও বিহারে। দেখা গিয়েছে প্রতি বছর বিহারে গড়ে ১০০ জন মারা যান শুধুমাত্রা শৈত্যপ্রবাহের দাপটে। অন্যদিকে, উত্তরপ্রদেশে গড়ে ৭২ জনের মৃত্যুও একই কারণে হয়।

৬০০ টি শৈত্যপ্রবাহ ও ভারত
গত ৩৭ বছরে দেখা গিয়েছে দেশে ৬০০ টির মতো শৈত্যপ্রবাহের ঘটনা ঘটেছে। কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। সেখানে বলা হচ্ছে। প্রতি বছর শৈত্যপ্রবাহের দাপটেই শুধু ২৩০ জনের গড়ে মৃত্যু হয়।

দেশে সবচেয়ে বেশি শৈত্যপ্রবাহ কোথায়?
দেশে সবচেয়ে বেশি শৈত্যপ্রবাহ গত ৩৭ বছরে দেখেছে উত্তরপ্রদেশ। সেখানে ৯৭ টি এমন ঘটনা ঘটেছে। অরপরই রয়েছে রাজস্থান। সেখানে ৮৯ টি শৈত্যপ্রবাহ ঘটেছে। এরপরই চন্ডীগড়। দেখা গিয়েছে দেশে মোট যা মৃত্যুর পরিসংখ্যান তারমধ্যে শুধু শৈত্যপ্রবাহেই প্রতি মিলিয়নে ০.২৫ জনের মৃত্যু হয়।
ধেয়ে আসছে জোড়া ঘূর্ণিপাক! দুই সাগরে দুই সাইক্লোনের দাপটে থরহরিকম্প উপকূলে