গল্ফেই মন মজেছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের! জি২০ সামিটের মাঝেও সাবাইকে চমকে দিলেন ট্রাম্প
যে মুহূর্তে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেনর নাম ঘোষণা করছিল তাবড় তাবড় সংবাদমাধ্যম তখন ভার্জিনিয়ায় গল্ফ খেলায় মগ্ন ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ধারণা ক্লান্তি ও দুশ্চিন্তা দূর করতেই নির্বাচনী ফল ঘোষণার সময়েও তাঁর অন্যতম প্রিয় খেলা গল্ফেই ডুব দিয়েছিলেন তিনি। এবার তার অন্যথা হল না জি২০ সামিটেও। এদিকে ইচিমধ্যেই ট্রাম্পের পুরনো মূর্তির পোশাক বদলে দিয়ে সবাইকে চমকে দিয়েছে মাদাম তুসো মিউজিয়াম। হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াইয়ের মাঝেও ভার্জিনিয়ায় গল্ফ খেলার কথা মনে রেখে ইতিমধ্যেই স্মার্ট গল্ফ খোলয়াড়ের পোশাকে সাজানো হয়েছে ট্রাম্পের অবয়বকে।

এদিকে শনিবার থেকেই শুরু হয়েছে পঞ্চদশ জি ২০ সামিট। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী এবারের বৈঠকের আয়োজক হিসাবে সৌদি আরবের থাকার কথা থাকলেও সমস্ত পরিকল্পনাই ভেস্তে দেয করোনা মহামারী। ব্রিকসের পর ভার্চুয়ালই শুরু হয় জি২০ সামিট। তবে তারও সমগ্র আয়োজন হয় আরবের হাত ধরেই। সূত্রের খবর, এদিকে সম্মেলন শুরু হতেই একটি সাম্মানিক বর্ক্তৃতা দেওয়ার পরেই সবাইকে চমকে দিয়ে এদিনও গলফ খেলতে বেরিয়ে যান ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে পরাজয় নিশ্চিত হয়ে যাওয়ার পরেও এখনও জো বাইডেনের কাছে হার স্বীকার করতে রাজি নন ডোনাল্ড ট্রাম্প। ভোগ গণনায় কারচুপির অভিযোগ তুলে ইতিমধ্যে আদালতেরও দ্বারস্থ হয়েছেন তিনি। এবার তার অনড় মনোভাবের প্রতিচ্ছবি ধরা পড়ল দুদিনের এই জি২০ সামিটেও। সূত্রের খবর, প্রতিবারের মতো বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনার বদলে এই অনলাইন সামিটেও ফের নিজেরই গুনগান গাইতে ব্যস্ত থাকেন ট্রাম্প। এমনকী বিদায়বেলায় দাঁড়িয়েও ফের নিজের শাসনকালে তিনি 'অভাবনীয়’ কাজ করেছেন বলে নিজেই নিজের প্রশংসা করেন তিনি। পাশাপাশি করোনা মোকাবিলাতেও তাঁর সরকার যথেষ্টই 'ভালো কাজ’ করেছে বলেও মত বিদায়ী প্রেসিডেন্টের।
পিছু ছাড়ছে না মৃত্যু ভয়! করোনা, ম্যালেরিয়ার পর বিষধর সাপের কামড় খেলেন এই ব্রিটিশ নাগরিক