বাপি বাড়ি যা শটে রবি শাস্ত্রীর টুইটের মোক্ষম জবাব দিলেন সৌরভ
দেশের জার্সিতে খেলার সময়ে ওভার স্টেপে সেভাবে বাপি বাড়ি যা শটে বল বাউন্ডারি লাইনের বাইরে পাঠাতেন, প্রশাসক হিসেবে সাফল্যের দিনগুলোতেও একই ভাবে নির্ভীক ব্যাটিংয়ে ফ্যানেদের মন জিতে নিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার বাপি বাড়ি যা শটে রবি শাস্ত্রীর টুইটের মোক্ষম জবাব দিলেন মহারাজ।

শাস্ত্রীর টুইট
করোনা অতিমারির মাঝে মরুশহরে সফল আইপিএলের পর দেশ বিদেশ থেকে বিসিসিআই সভাপতিকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। একসময় ক্রিকেটার সৌরভের চরম প্রতিদ্বন্দ্বী শেন ওয়ার্নও আইপিএলকে ঘিরে বিসিসিআই সভাপতির প্রশাংসা করেছেন। সেখানেই উল্টো পথে হেঁটে সৌরভের কৃতিত্ব খাটো করে টুইট শাস্ত্রীর।

সৌরভকে ধন্যবাদ জানানোর সৌজন্য দেখাননি শাস্ত্রী
যেখানে করোনাকালে অসম্ভবকে সম্ভব করে সফল আইপিএল আয়োজনের জন্যে বিসিসিআইয়ের সচিব জয় শাহ, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলকে ধন্যবাদ জানালেও সভাপতি সৌরভের কৃতিত্বের কোনও উল্লেখ করেননি শাস্ত্রী। ভারতীয় কোচ নূন্যতম সৌজন্যটুকু দেখিয়ে সৌরভকে আইপিএল আয়োজনের জন্যে ধন্যবাদ জানাতেও এড়িয়ে যান। শাস্ত্রীর টুইট এরপর ফ্যানেদের মধ্যে ছড়িয়ে পড়লে তা নিয়ে নতুন বিতর্ক জন্ম দেয়।

শাস্ত্রীর টুইটের মোক্ষম জবাব দিলেন সৌরভ
এই নিয়ে সৌরভ অতীতে কোনও প্রতিক্রিয়া না দিলেও শেষ পর্যন্ত বাপি বাড়ি যা শটে মোক্ষম জবাব দিলেন। সম্প্রতি বাংলার এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রীর টুইট নিয়ে মহারাজ প্রতিক্রিয়া দিয়েছেন। সেখানেই ভারতীয় কোচের এই টুইটকে সৌরভ কোনও গুরুত্ব দিচ্ছেন না বলে উল্লেখ করেন।

কী বললেন সৌরভ
আইপিএল আয়োজনের কঠিন চ্যালেঞ্জ উত্তীর্ণ হলেও শাস্ত্রী তাঁকে সৌজন্যটুকু না দেখানোয় টুইটের পাল্টা প্রতিক্রিয়ায় সৌরভ বলেন, 'আমার তাতে কিছু যায় আসে না।' এভাবেই বাপি বাড়ি যা শটে রবি শাস্ত্রীর টুইটের মোক্ষম জবাব দিলেন মহারাজ।
ভারতীয় ব্যাটিংয়ে গভীর গর্ত, টেস্ট সিরিজ নিয়ে আর কী বললেন চ্যাপেল