• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে নুসরত মুখ খুললেন 'লাভ জেহাদ' নিয়ে! সোজা নিশানায় রাখলেন বিজেপিকে

  • |

'লাভ জেহাদ' (Love jihad) প্রসঙ্গে গত কয়েকদিনে বিজেপি শাসিত রাজ্যগুলি পর পর শিরোনামে উঠে এসেছে। 'লাভ জেহাদ' রুখতে যোগী সরকারের তৎপরতা এক্ষেক্রে সারা দেশের নজর কেড়েছে। এমন এক পরিস্থিতিতে জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে গিয়ে তোপ দাগলেন নুসরত।

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে নুসরত

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে নুসরত

বাংলাদেশের ক্রিকেটার শাকিবের কালীপুজো উদ্বোধন নিয়ে, দুই বাংলায় ব্যাপক পারদ চড়েছে। এরপর সাংসদ , অভিনেত্রী নুসরত জাহান কলকাতায় এর জগদ্ধাত্রী পুজো উদ্বেধনে গিয়ে সদর্পে লাভ জোহাদ সম্পর্কে মুখ খুলে টার্গেটে রাখেন বিজেপিকে। গেরুয়া শিবিরকে 'বিষ' বলে কটাক্ষ করেন নুসরত।

 লাভ জেহাদ নিয়ে মুসরতের বার্তা

লাভ জেহাদ নিয়ে মুসরতের বার্তা

'লাভ আর জেহাদ কখনও এক হতে পারে না।' বলেই নুসরত বলেন, ' এটা অত্যন্ত দুঃখের বিষয়'। তৃণমূল সাংসদ নুসরত বলেন, 'ভালোবাসা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আমি কাকে ভালবাসব তা নিয়ে কারোও কিছু বলার থাকতে পারে না'

 বিজেপিকে সোচ্চার তোপ!

বিজেপিকে সোচ্চার তোপ!

এদিন বিজেপিকে টার্গেটে নিয়ে নুসরত বলেন, ' বিজেপিকে আমার একটাই পরামর্শ, তারা আগে ভালোবাসা যে ব্যক্তিগত বিষয়, সেটা বুঝুক। তাদের ভালোবাসতে শেখা উচিত। '

 নিখিল ঘরনী নুসরতের দাবি

নিখিল ঘরনী নুসরতের দাবি

'আমি যখন মাজারে যাই তখন তা নিয়ে কারোও কোনও মাথাব্যথা থাকে না। এমনকি কোনও সংবাদমাধ্যমেও তা আসেনা। কিন্তু আমি যখন হিন্দুদের অনুষ্ঠানে যাই, তখন তা নয়ে আলোচনার শেষ থাকে না। ' পুজোর উদ্বোধনে এসে এভাবেই সমালোচকদের বেঁধেন নিখিল জৈনের ঘরনী নুসরত। যাঁকে বিয়ের পর থেকেই ভিন ধর্মে বিয়ের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে।

'আমি নুসরত, বাঙালি মুসলমান পরিবারের মেয়ে '

'আমি নুসরত, বাঙালি মুসলমান পরিবারের মেয়ে '

এদিন সাংসদ, অভিনেত্রী সাফ বলেন, 'আমি নুসরত, আমি বাঙালি মুসলমান পরিবারের মেয়ে। তবে আমি ধর্মনিরপেক্ষ।আমি প্রথমত বাঙালি, । আমরা ধর্মনিরপেক্ষভাবে সবাইকে ভালোবাসতে পারি। আর এটা ভুল নয়।'

শোভন বয়কট করলেন বিজেপির অনুষ্ঠান, বৈশাখীকে নিয়ে দিলীপ দিলেন সাফাই

English summary
Nusrat Jahan attacks BJP over Love Jihad Issue, after inauguration of Jagadhatri Puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X