বাংলায় করোনার সংক্রমণ সাড়ে চার লাখ ছাড়াল, কমল দৈনিক করোনাজয়ীর সংখ্যা
বাংলায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে সাড়ে চার লাখ ছাড়িয়ে গিয়েছে। দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হয়েছে। একইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা। তবে এখন আক্রান্তের তুলনায় বেশি করোনাজয়ী বঙ্গে। তবে করোনা সুস্থতার হার বেড়ে ৯২.৬৩ শতাংশ হয়েছে। শনিবারের পরিসংখ্যানে উদ্বেগে সেই দুই জেলায়!

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৬৩৯ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৪ লক্ষ ৪৯ হাজার ১৩১ জন। এদিন ৩৬৩৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৭৭০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৯৭৬। এদিন মৃত্যু হয়েছে ৫৩ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৪ লক্ষ ৫২ হাজার ৭৭০ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৫ হাজার ৩৯১ জন। এদিন ২০৮ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৩৬৩৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩৭৯৪ জন। মোট করোনা মুক্ত হলেন ৪ লক্ষ ১৯ হাজার ৪০৩ জন। সুস্থতার রেট হয়েছে ৯২.৬৩ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৫৪ লক্ষ ৭৮ হাজার ৩১১ জনের। ৯৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৬০৮৭০। এদিন টেস্টিং হয়েছে ৪৪২০৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.২৬ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৯৯০৩০। এদিন ৮৯০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৯৩৪৪৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৪২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। হাওড়াকে টপকে দক্ষিণ ২৪ পরগনা এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২৮৩ জন বেড়ে হয়েছে ২৯৭৯৯। হাওড়ায় আক্রান্ত ২৯৬৪৩। এদিন আক্রান্ত হয়েছেন ২১১ জন। হুগলিতে ২৮৮ জন বেড়ে আক্রান্ত ২৩১৭৪ জন।