পরপর ১৪ দিন দেশে করোনা সংক্রমণ ৫০ হাজারের নিচে! গুজরাত, মধ্যপ্রদেশে একের পর শহরে রাত্রিকালীন কার্ফু
শনিবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৯০. ৫০ লক্ষের কিছু বেশি। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬, ২৩২ জন। মৃত্যু হয়েছে ৫৬৪ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৩২, ৭২৬ -তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৭ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৮৪, ৭৮, ১২৪ জন।

ভারতে আক্রান্ত ৯০. ৫১ লক্ষ
শনিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০. ৫১ লক্ষ। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪, ৩৯, ৭৪৭।

বেড়েছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৮৪, ৭৮, ১২৪ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৯, ৭১৫ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৬৭ %-এ।

চিন্তা বাড়াচ্ছে দিল্লি, মধ্যপ্রদেশে জারি রাত্রিকালীন কার্ফু
দিল্লিতে শুক্রবারে আক্রান্তের সংখ্যা ৬,৬০৮। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৫,১৭, ২৩৮। গত ২৪ ঘন্টায় সেখানে মৃতের সংখ্যা ১১৮। এখনও পর্যন্ত সব মিলিয়ে মৃতের সংখ্যা ৮১৫৯। শুক্রবার সেখানে সুস্থ হয়েছেন ৮৭৭৫। অন্যদিকে, এদিন নিয়ে পরপর ১৪ দিন ভারতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নিচে রয়েছে। শেষবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের বেশি ছিল ৭ নভেম্বর। করোনার সংক্রমণ ঠেকাতে আহমেদাবাদের ৫৭ ঘন্টা কার্ফু করার পর রাজ্যের আরও তিন শহর সুরাত, ভদোদরা এবং রাজকোটে রাত্রিকালী কার্ফু জারি করা হয়েছে। মধ্যপ্রদেশ সরকার ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র, রাতলাম এবং বিদিশায় রাত্রিকালীন কার্ফু জারি করেছে।
এদিকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী শুক্রবার আক্রান্তের সংখ্যা ৩৬২৬ জন। অন্যদিকে সুস্থ হওয়ার সংখ্যা ৩৮৫০ । ফলে রাজ্যে এদিনও আক্রান্ত হওয়া থেকে সুস্থ হওয়ার সংখ্যাটা বেশি। রাজ্যের সুস্থতার হার গিয়ে দাঁড়িয়েছে ৯২. ৫৪%-এ।

২৪ ঘন্টায় ১০, ৬৬, ০২২ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ১০, ৬৬, ০২২ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ১৩, ০৬, ৫৭, ৮০৮ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫৭, ৯০৯, ৯৯১ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ৩৭৭, ৭৪৫ জনের। সুস্থ হয়েছেন ৪০, ১০৮, ২৫৯ জন।