ভারত বনাম অস্ট্রেলিয়া: বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে কী বললেন কপিল দেব
দরজার কড়া নাড়ছে ভারতের অস্ট্রেলিয়া সফর। আর এই সফরে টেস্ট সিরিজ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। এই মুহূর্তে শতকরা পয়েন্ট সংগ্রহের বিচারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপে ভারতকে ফিছনে ফেলে ১ নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে দ্বিতীয় নম্বরে নেমে গিয়েছে কোহলির দল। এবার আসন্ন ভারতের অজি সফরের টেস্ট সিরিজ জিতে তবেই ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম স্থানে ফিরতে হবে। যে সিরিজের প্রথম টেস্টে পিঙ্ক বলে দিন রাতের ম্যাচ খেলবে ভারত।

এই টেস্ট খেলেই অবশ্য পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরতে চলছেন ভারত অধিনায়ক বিরাট। নতুন বছরে জানুয়ারিতে দুই থেকে তিন হতে চলেছেন কোহলি। বাবা হওয়ার মুহূর্তে স্ত্রী অনুষ্কার পাশে থাকতেই বিরাট দেশে ফিরার সিদ্ধান্ত নেন। ভারত অধিনায়কতকে পিতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিসিসিআই। কোহলির এই পিতৃত্বকালীন ছুটি নিয়েই এবার মুখ খুললেন ভারতকে বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ক কপিল দেব।
এক সংবাদ মাধ্য়মের অনুষ্ঠানে কপিল দেব কোহলির এই ছুটি নেওয়া নিয়ে বক্তব্য রেখেছেন। যেখানে কপিল বলেন, 'সুনীল গাভাসকর বহুদিন অবধি তাঁর ছেলে রোহনকে দেখতে পায়নি কারণ সে ট্যুরে ছিল। প্রথম সন্তানের জন্মের সময় ট্যুর থাকায় আমিও তাঁর মুখ দেখতে পারিনি। কিন্তু এখন সময় বদলাচ্ছে। এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটাররা পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন। এটা সম্পূর্ণ সমর্থনযোগ্য। ক্রিকেটারদের পরিবারের কথা ভেবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখন এমন সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা দেখেও ভালো লাগছে।'