বিজেপি সমর্থিত কৃষকদের ফসল নষ্টের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
নদীয়ার হাঁসখালি ও কৃষ্ণগঞ্জ থানা এলাকায় বিজেপি সমর্থিত একাধিক কৃষকের জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখলো স্থানীয় বিজেপি নেতৃত্ব।

অভিযোগ, বেছে বেছে একের পর এক বিজেপি নেতা এবং সমর্থকের কৃষি জমির ফসল যে হারে অত্যন্ত পরিকল্পিতভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে। কিন্তু অভিযোগ জানাতে গেলে তা নিতে অস্বীকার করছে পুলিশ প্রশাসন। তার এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
জানা গিয়েছে, রাতের অন্ধকারে হাঁসখালি থানার বেতনা ভোরের ঘাটে স্থানীয় বিজেপি সমর্থক গৌতম ঘোষের প্রায় ১০ কাঠা জমির ধরন্ত লঙ্কা এবং ৮ কাঠা জমির ধরন্ত বেগুন গাছ গোড়া থেকে কেটে দিয়েছে। ঠিক একই ধরনের ঘটনা গত সপ্তাহে কৃষ্ণগঞ্জ থানা এলাকা শিবনিবাসের বিজেপি নেতা বুদ্ধদেব ঘোষের প্রায় ১ বিঘা জমির কলা বাগানের পুরো কলাগাছ রাতের অন্ধকারে কে বা কারা কেটে রেখে যায়, ঘটনার বিস্তারিত বিবরণ সহ অভিযোগ স্থানীয় কৃষ্ণগঞ্জ থানায় লিখিত আকারে জানানো সত্বেও কেউ গ্ৰেপ্তার তো দূর অস্ত, ঘটনার পুলিশি তৎপরতায় খুশি নন এলাকাবাসী।
বিজেপি সমর্থক দুই কৃষক পরিবারের অভিযোগ, ১৯ নভেম্বর একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটায় ২০ নভেম্বর ঘটে। তারই প্রতিবাদে হাঁসখালি বিডিও অফিস সংলগ্ন রানাঘাট-কৃষ্ণনগর ৯ নং বাসরুটে বিজেপি কর্মী সমর্থকেরা পথ অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। বিজেপি ৩৭ নং জেড পির উদ্দোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ৮৮ নং বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশীষ কুমার বিশ্বাস ও ৩৭ নং জেড পি-র মন্ডল সভাপতি তাপস ঘোষ। সকাল ১১ টা থেকে ৪৫ মিনিট পর্যন্ত চলে এই অবরোধ। স্থানীয় বিডিও সহ হাঁসখালি থানার ওসি'র আশ্বাসের ভিত্তিতে আন্দোলনকারীরা অবশেষে অবরোধ তুলে নেয়।