জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাক সেনার, গোলা-গুলিতে শহিদ সেনা জওয়ান
নাগরোটার নাশকতার চেষ্টা বানচাল হওয়ার রেশ কাটতে না কাটতেই জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাক সেনার। রাত ১টা নাগাদ নওসেরার লামা সেক্টরে গোলা গুলি বর্ষণ শুরু করে পাক সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। সূত্রের খবর পাক সেনার গুলিতে শহিদ হয়েছেন এক জওয়ান। সকাল থেকে নওসেরা সেক্টরে গোলা গুলি বর্ষণ শুরু হওয়ায় উত্তেজনা তৈরি হয়েছে।

একদিন আগেই কাশ্মীরের নাগরোটায় জঙ্গি নাশকতার চেষ্টা চালায় জঙ্গিরা। চার জঈশ জঙ্গিকে নিকেশ করেছে জওয়ানরা। মুম্বই হামলার ধাঁচে নাশকতার ছক কষছিন এই জঙ্গিরা। তাদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে।
১১টি একে ৪৭ অ্যাসল্ট রাইফেল, ২৪টি ম্যাগাজিন, ৭.৫ কেজি আরডিএক্স, ২০ মিলিমিটারের আইইডি তার, ৬টি ডিটোনেটর। এছাড়াও আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার, ২৯টি গ্রেনেড, ৫টি রাইফেল গ্রেনেড, তিনটি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ওয়্যারলেস সেট এবং জিপিএস।
চাপ বাড়ল পাকিস্তানের। জি-২০ সামিটের আগে ভারতের নাশকতার চেষ্টায় পাকিস্তানের সরাসরি যোগ বেরিয়ে পড়ায় কিছুটা হলে অস্বস্তিতে পরবে পাকিস্তান। গত বছর থেকে নাশকতায় আর্থিক সাহায্যের অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। সেকারণে আন্তর্জাতিক মহলে যথেষ্ট কোণঠাসা হয়ে রয়েছে ইমরান সরকার। চিন ছাড়া আর কোনও দেশকেই পাশে পাননি ইমরান খান।