ফাঁস ইসলামাবাদ-জইশ আতাঁত, নাগরোটা কাণ্ডে নয়াদিল্লির ধমকে কাচুমাচু পাকিস্তান
পাকিস্তান যে শোধরানোর নয়, তা এত বছরে জানা হয়ে গিয়েছে গোটা বিশ্বের। তবে আর কত দিন ভারতকে পাকিস্তানের এই একগুঁয়ে সন্ত্রাসবাদী মনোভাবের শিকার হতে হবে? উল্লেখ্য, সম্প্রতি ঘটে যাওয়া নাগরোটার এনকাউন্টারেও ক্রমেই স্পষ্ট হচ্ছে পাকিস্তানি যোগ। এই আবহেই এবার ভারতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশানরকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক।

পাকিস্তানি হাইকমিশনারকে নাগরোটার ঘটনা নিয়ে ধমক
পাকিস্তানি হাইকমিশনারকে নাগরোটার ঘটনা নিয়ে ধমক দেওয়ার বিষয়ে পরে সংবাদমাধ্যমে বিদেশমন্ত্রক এক বিবৃতি পেশ করে। সেখানে বলা হয়, 'ভারত পাকিস্তানের সামনে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেছে। যেভাবে পাকিস্তানের মদতে জইশ-ই-মহম্মদ জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে, ভারত তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারত যে তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার্থে যেকোনও পদক্ষেপ নিতে পারে, তাও বুঝিয়ে দেওয়া হয়েছে পাক হাইকমিশনারকে।'

দিল্লিতে জরুরি বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এর আগে শুক্রবার দিল্লিতে জরুরি বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ যে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অন্য়ান্য় শীর্ষস্থানীয় আধিকারিকরা৷ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে ৪ জঙ্গির সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয় বলে জানা গিয়েছে৷

বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
বৈঠকের পর প্রধানমন্ত্রী টুইট করে জানান, জম্মু ও কাশ্মীরে জইশের বড়সড় নাশকতার ছক বানচাল হয়েছে৷ প্রসঙ্গত, বৃহস্পতিবারের সেই সংঘর্ষে ৪ জঙ্গিকে খতম করার পর, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে বাহিনী৷ জঙ্গিদের কাছে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হওয়ায় উদ্বেগ বেড়েছে কেন্দ্রের৷ এর কারণ হিসেবে মনে করা হচ্ছে, নভেম্বরে কাশ্মীর ভ্য়ালিতে হতে চলা নির্বাচন৷

বড় নাশকতার পরিকল্পনা
নির্বাচনের আগে উপত্য়কায় বড় কোনও নাশকতার ছক জঙ্গিরা করেছে বলে মনে করা হচ্ছে৷ তার প্রেক্ষিতেই এ দিন একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ যেখানে তিনি লেখেন, পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ৪ জঙ্গিকে নিকেষ করা হয়েছে৷ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে৷ তারা আবারও কোনও বড় নাশকতার পরিকল্পনা করেছিল, যা সম্পূর্ণভাবে ব্য়র্থ হয়েছে৷

নিরাপত্তারক্ষীদের প্রশংসায়
শুক্রবারের বৈঠকে বিদেশ সচিব এবং ইন্টেলিজেন্স বিভাগের শীর্ষ আধিকারিকরাও ছিলেন বলে জানা গিয়েছে৷ এর আগে জঙ্গিদের পরিকল্পনা ব্য়র্থ করে দেওয়ায় নিরাপত্তারক্ষীদের প্রশংসা করে প্রধানমন্ত্রী লেখেন, আমাদের নিরাপত্তারক্ষীরা আবারও দক্ষতা ও সাহসের পরিচয় দিয়েছে৷ তাঁদের সতর্কতার জন্য়ই, জম্মু ও কাশ্মীরে আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে হওয়া চক্রান্তকে পরাজিত করা সম্ভব হয়েছে৷
তাহলে কি ওদের চা খাওয়াবো? চাঁচাছোলা ভাষায় ফের পরিবর্তনের ডাক দিলীপ ঘোষের